Solanki Roy-Vikram Chatterjee: 'শহরের উষ্ণতম দিনে'-এর প্রিমিয়ারে চাঁদের হাট! কারা কারা ছিলেন জানলে অবাক হবেন
- Published by:Sayani Rana
- Written by:Manash Basak
Last Updated:
৩০ জুন মুক্তি পেয়েছে এই ছবি। ছবির প্রিমিয়ারে ছিল তারকার মেলা। পরমব্রত চট্টোপাধ্যায় থেকে লগ্নজিতা চক্রবর্তী, সন্দীপ্তা সেন থেকে অঙ্গনা রায় সবারই ছিল উজ্জ্বল উপস্থিতি।
advertisement
1/6

শহর কলকাতা ঘিরে অনেক বার উঠে এসেছে প্রেম, আবেগ, অনুভূতি ও বিচ্ছেদের গল্প। এবার এই শহরকে ঘিরে নতুন প্রজন্মের ভালবাসার গল্প বলতে এল 'ইচ্ছেনদী' জুটি শোলাঙ্কি রায় ও বিক্রম চট্টোপাধ্যায় 'শহরের উষ্ণতম দিনে'।
advertisement
2/6
৩০ জুন মুক্তি পেয়েছে এই ছবি। ছবির প্রিমিয়ারে ছিল তারকার মেলা। পরমব্রত চট্টোপাধ্যায় থেকে লগ্নজিতা চক্রবর্তী, সন্দীপ্তা সেন থেকে অঙ্গনা রায় সবারই ছিল উজ্জ্বল উপস্থিতি।
advertisement
3/6
পুরনো সম্পর্ক ফেলে কেরিয়ারের টানে ঋতবান ৫ বছরের জন্য চলে যায় লন্ডন। অন্যদিকে, ভালবাসা আর আবেগ প্রবণ অনিন্দিতা ছাড়তে পারে না এ তিলোত্তমাকে। শহরে থেকেই সে গড়ে তোলে তার কেরিয়ার, নতুন সম্পর্ক, ধীরে ধীরে গুছিয়ে নেয় তার জীবন। আর তার মাঝেই আবার শহরে ফেরে ঋতবান। তার ফেরা ঝড় তোলে অনিন্দিতা জীবনে।
advertisement
4/6
পুরনো ভালবাসা ভুলে যাওয়া কী খুব সহজ? নতুন সম্পর্ক ফেলে অতীতে কী ফিরে যাবে অনিন্দিতা? নাকি বর্তমানই ভবিষৎ? অন্যদিকে ঋতবানও কী বুঝবে নিজের ভুল? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে প্রেক্ষাগৃহের পর্দায়।
advertisement
5/6
শুধু প্রেম নয়, এই ছবিতে ধরা পরেছে বন্ধুত্বের গল্পও। বহু বছর পর জুটি বেঁধেছে বিক্রম- শোলাঙ্কি। বাংলার ঘরে ঘরে এই জুটি মন কেড়ে ছিল দর্শকদের। তবে শুরু তাঁরা নয়, এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনিন্দ্য চট্ট্যোপাধ্যায়, সুজয়প্রসাদ, অনামিকা চক্রবর্তী ও অন্যান্যরা।
advertisement
6/6
আইকনিক জুটির নস্টালজিয়া থেকে শুরু করে নাম না জানা তিলোত্তমার সব অলিগলি, গোটা ছবি জুড়ে। বন্ধুত্বের মিশেলে তিলোত্তমা কতটা মন কাড়তে পারল, সেই উত্তর মিলবেপর্দায়।