TRENDING:

প্রবীণ-নবীন গায়িকাদের এক মঞ্চে এনে বিশেষ সম্মান 'সই তোর সাথে' অনুষ্ঠানে

Last Updated:
পরিচিত শিল্পীদর পাশাপাশি এখানে সুযোগ পান উঠতি গায়িকারা৷
advertisement
1/5
প্রবীণ-নবীন গায়িকাদের এক মঞ্চে এনে বিশেষ সম্মান 'সই তোর সাথে' অনুষ্ঠানে
•দেখতে দেখতে ষষ্ঠ পর্বে পা দিল সই তোর সাথে অনুষ্ঠানটি৷ আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের প্রতি সম্মান জানিয়ে হয় এই অনুষ্ঠান৷ মূলত বাংলায় গায়কদের গুরুত্ব দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ প্রতি বছর বসে সইয়ের এই আসর৷ অংশগ্রহণ করেন প্রবীণ থেকে নবীন গায়িকারা৷
advertisement
2/5
•শহরের অন্যতম সেরা গানের অনুষ্ঠান সই তোর সাথে-এর আয়োজক নিউজ অ্যাট বাংলা ব্যান্ড৷ নিউজ অ্যাট বাংলা ব্যান্ডের পক্ষ থেকে সায়ক জানান যে গায়িকাদের উৎসাহ দিতে এবং তাঁর জন্য বিশেষ এক মঞ্চ তৈরি করে দিতে পেরে, তাঁরাও খুশি৷
advertisement
3/5
•এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় রুফটপ অর্থাৎ খোলা ছাদে৷ একেবারে মুক্ত হাওয়ায়, মুক্ত কন্ঠে গান গেয়ে সকলের মন জয় করেন গায়িকারা৷ জীবনের জয়গান শোনা যায় সকল গায়িকার গলায়৷
advertisement
4/5
•পরিচিত শিল্পীদর পাশাপাশি এখানে সুযোগ পান উঠতি গায়িকারা৷ নিজেদের প্রতিভা তুলে ধরতে সই তোর সাথে-র থেকে ভাল মঞ্চ আর কী বা হবে পারে৷
advertisement
5/5
•এবছর করোনা নির্দেশিকা মেনে হয়েছিল অনুষ্ঠান৷ ছিল গানের বিভিন্ন বিভাগ৷ যেমন ছিল চিরাচরিত রবীন্দ্রসঙ্গীত, তেমনই ছিল লোকগীতি৷ নিজস্ব গানও সকলের সামনে শোনানোর সুযোগ পান গায়িকারা৷ এছাড়াও ছিল বেশ কয়েটি মহিলাদের ব্যান্ড৷ উপস্থিত ছিলেন স্বাগতা মুখোপাধ্যায়, মণীষা কর্মকার, মণীষা নায়ার, অণ্বেষা, জোজোর মতো বিশিষ্ট অতিথিরা৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
প্রবীণ-নবীন গায়িকাদের এক মঞ্চে এনে বিশেষ সম্মান 'সই তোর সাথে' অনুষ্ঠানে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল