Sohini-Shovan Wedding: একে একে সামনে আসছে সব ছবি... সোহিনীকে খাইয়ে দিচ্ছেন শোভন! আইবুড়োভাতের মেনুতে 'বড়' চমক
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
প্রকাশ্যে এল সোহিনী এবং শোভনের আইবুড়ো ভাতের ছবি! তাঁদের এক বন্ধু সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। রয়েছে ভাতের সঙ্গে পাঁচ রকম ভাজা, চিংড়ি, মাংস, চাটনি, স্যালাড, মিষ্টি, দই। সোহিনীকে খাইয়ে দিতে দেখা যাচ্ছে শোভনকে।
advertisement
1/6

গাঁটছড়া বেঁধেছেন শোভন গঙ্গোপাধ্য়ায়-সোহিনী সরকার। আপাতত টলিউডের পাওয়ার কাপল তাঁরাই।
advertisement
2/6
সিঁদুরদান, মালাবদল, বউভাত, একাধিক নিয়ম রীতি মেনেই বিয়ে করেছেন অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। গত সোমবার দক্ষিণ ২৪ পরগনার এক খামারবাড়িতে চারহাত এক হয় যুগলের।
advertisement
3/6
বিয়ের অনুষ্ঠান ছিল ঘরোয়া। অতিথি তালিকায় ছিলেন সোহিনী এবং শোভনের কাছের বন্ধুরা। অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী, রণিতা দাস, অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, ফোটোগ্রাফার দেবর্ষি সরকার, সৌরভ দাস, দর্শনা বণিক প্রমুখেরা।
advertisement
4/6
এরপর একে একে প্রকাশ্যে আসতে থাকে তাঁদের আরও সব ছবি। ভাতকাপড়ের অনুষ্ঠানে নবপরিণীতা সোহিনী একেবারে ঘরের বউ। পরনে লাল পেড়ে সবুজ শাড়ি।
advertisement
5/6
গায়ে হলুদের ছবিতে শোভনের পরনে লাল রঙের পাঞ্জাবি। সোহিনী পরেছেন লাল-সাদা শাড়ি।
advertisement
6/6
প্রকাশ্যে এল সোহিনী এবং শোভনের আইবুড়ো ভাতের ছবি! তাঁদের এক বন্ধু সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। রয়েছে ভাতের সঙ্গে পাঁচ রকম ভাজা, চিংড়ি, মাংস, চাটনি, স্যালাড, মিষ্টি, দই। সোহিনীকে খাইয়ে দিতে দেখা যাচ্ছে শোভনকে।