Sohini-Shovan: শোভনের আলিঙ্গনে সোহিনী, গ্রামবাংলায় ঘুরতে গিয়ে কি নতুন প্রেম থেকে পর্দা সরালেন গায়ক-নায়িকা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Sohini-Shovan: ছবিগুলি পোস্ট করে শোভন লিখেছিলেন, ‘শেষ সব কিছু তোমার জন্য তোলা রইল।’ প্রেমের এই শব্দগুলি সোশ্যাল মিডিয়ায় জায়গা পেল মাত্র কয়েকটা মিনিট। কিন্তু তাঁদের জীবনে কি এই শব্দগুলি চিরস্থায়ী হল? তার উত্তর দেবে সময়ই।
advertisement
1/6

অবশেষে প্রেমের স্বীকারোক্তি? টলিপাড়া জুড়ে কয়েক মাস ধরে জোর কানাঘুষো চলছিল, নতুন সম্পর্কে জড়িয়েছেন নায়িকা এবং গায়ক। সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়। হঠাৎই কালীপুজোর আগে প্রেমের প্রদীপ জ্বালালেন যেন দুই তারকা। এতদিন চুপ ছিলেন যুগল। আচমকা ছবি দিয়ে চমকে দিলেন ভক্তদের।
advertisement
2/6
কলকাতা শহর নয়, দেখে মনে হচ্ছে, কোনও গ্রামে বেড়াতে গিয়েছেন জুটিতে। সেখানে গিয়ে ছবি তুলেছেন তাঁরা। শোভনের আলিঙ্গনে সোহিনী ধরা দিলেন। ছবি পোস্ট করলেন শোভন। কিন্তু আধ ঘণ্টার মধ্যে ছবিগুলি সরিয়েও দিলেন গায়ক।
advertisement
3/6
ছবি মুছে দেওয়ার নেপথ্যে কি তারকাদের প্রাক্তনেরা? সোহিনীর সঙ্গে মাস কয়েক আগে সম্পর্ক ভেঙেছে অভিনেতা রণজয় বিষ্ণুর। অন্যদিকে শোভনের সঙ্গে বেশ কিছু মাস আগে বিচ্ছেদ হয়েছে অভিনেত্রী স্বস্তিকা দত্তের। তা নিয়ে বিস্তর বিতর্ক চলেছে সে সময়ে। তাই জন্যই কি ছবি মুছে দিলেন গায়ক?
advertisement
4/6
ছবিগুলি পোস্ট করে শোভন লিখেছিলেন, ‘শেষ সব কিছু তোমার জন্য তোলা রইল।’ প্রেমের এই শব্দগুলি সোশ্যাল মিডিয়ায় জায়গা পেল মাত্র কয়েকটা মিনিট। কিন্তু তাঁদের জীবনে কি এই শব্দগুলি চিরস্থায়ী হল? তার উত্তর দেবে সময়ই।
advertisement
5/6
এর আগে সোহিনীর জন্মদিনে শোভনের সঙ্গে সোহিনীর ছবি ছড়িয়ে পড়েছিল চারদিকে। কিন্তু সেখানে জুটিতে দু’টিতে নন, বরং বন্ধুবান্ধব মিলে দলবল নিয়ে ছবি দিয়েছিলেন। অনেক ছবির মাঝে একটিমাত্র ছবিতে সকলের পিছনে দাঁড়িয়ে ছিলেন শোভন।
advertisement
6/6
কিন্তু এবার কেবল সোহিনী এবং শোভন। আর কেউ নেই তাঁদের মাঝে। আর কেবল সবুজ প্রকৃতি। একে অপরকে জড়িয়ে নতুন পথচলা শুরু করলেন তারকাদ্বয়। এখন কেবল সেই দিনের অপেক্ষা, যেদিন তাঁদের সোশ্যাল মিডিয়াতেও স্থায়ী হবে প্রেমের ছবিগুলি।