Sohini Sarkar-Ranojoy Bishnu : পুজোর আগেই আলাদা হলেন সোহিনী-রণজয়, বিচ্ছেদের খবর চাউর হতেই অন্য সম্পর্কের গুঞ্জন!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Sohini Sarkar-Ranojoy Bishnu : গত বছর এপ্রিল মাসে যুগলের বিচ্ছেদের খবর পাওয়া গিয়েছিল। যদিও কেউ এই বিষয়ে মুখ খোলেননি সেই সময়ে। তবে তাঁদের বিচ্ছেদের বিরহ যেন টের পাওয়া যাচ্ছিল।
advertisement
1/6

প্রেম, তারপর বিচ্ছেদ। আবার প্রেম, আবারও বিচ্ছেদ। সোহিনী সরকার এবং রণজয় বিষ্ণুর সম্পর্কের ওঠাপড়া যেন জীবনের সমার্থক শব্দ। টলিউডের দুই শিল্পীর রাস্তা কি এবার চিরতরে আলাদা হল?
advertisement
2/6
টলিপাড়ার অন্দরে জোর গুঞ্জন, তারকা যুগলের বিচ্ছেদ হয়েছে। অনেকেই বলছেন, এবার নাকি পাকাপাকিভাবে আলাদা হলেন তাঁরা।
advertisement
3/6
গত বছর এপ্রিল মাসে যুগলের বিচ্ছেদের খবর পাওয়া গিয়েছিল। যদিও কেউ এই বিষয়ে মুখ খোলেননি সেই সময়ে। তবে তাঁদের বিচ্ছেদের বিরহ যেন টের পাওয়া যাচ্ছিল।
advertisement
4/6
কিন্তু তাঁদের বন্ধুত্ব যে অটুট, সময় কথা বারবার স্বীকার করেছেন সোহিনী-রণজয়। কিন্তু সেই বছরের পুজোতেই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁদের।
advertisement
5/6
জানা গিয়েছিল, সোহিনী ও রণজয় আবার এক হয়েছেন। সেই পুজোর মরশুমে জোড়া লেগেছিল ভাঙন। কিন্তু পরবর্তী পুজোর গন্ধ নাকে আসতে না আসতেই ফের বিরহ।
advertisement
6/6
একইসঙ্গে প্রশ্ন, দুই যুগলের মধ্যে কি নতুন ব্যক্তির আগমন ঘটেছে? কিন্তু সেই বিষয়ে পাকাপাকি খবর এখনও মেলেনি। সোহিনী বা রণজয় কেউই নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে খোলামেলা কথা বলতে পছন্দ করেন না।