Pori Moni : টলিউডে এবার পরীমনি! সঙ্গে দোসর সোহম ও মধুমিতা, কবে মুক্তি পাবে তাঁর ছবি?
- Reported by:Manash Basak
- Published by:Sayani Rana
Last Updated:
টলিউডে এই প্রথম অভিনয় করতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। শ্যুটিং শুরুর অপেক্ষায় তাঁর আসন্ন ছবি 'ফেলু বক্সী'। সোহম চক্রবর্তী, মধুমিতা সরকার এবং পরীমনি প্রথম এই ছবিতে একসঙ্গে ফ্রেম শেয়ার করতে চলেছেন।
advertisement
1/6

টলিউডে এই প্রথম অভিনয় করতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। শ্যুটিং শুরুর অপেক্ষায় তাঁর আসন্ন ছবি 'ফেলু বক্সি'। সোহম চক্রবর্তী, মধুমিতা সরকার এবং পরীমনি প্রথম এই ছবিতে একসঙ্গে ফ্রেম শেয়ার করতে চলেছেন।
advertisement
2/6
'ফেলু বক্সী' একটি থ্রিলার সিনেমা হতে চলেছে যেখানে সোহম চক্রবর্তীকে প্রধান চরিত্রে দেখা যাবে। 'ফেলু বক্সি' নামটি বাংলা সাহিত্য ও চলচ্চিত্রের কিংবদন্তি ব্যক্তিত্বের প্রতিধ্বনি বলা যায়। যাইহোক, নির্মাতাদের মতে বইয়ের পাতার 'ফেলু' এই নামের মিলের চেয়ে আরও বেশি কিছু রয়েছে, ছবিটিতে। দর্শকদের জন্য নানা রহস্য অপেক্ষা করছে।
advertisement
3/6
ফেলু বক্সি হল একটি নতুন চরিত্র, যিনি বিদগ্ধ টেক-স্যাভি এবং প্রযুক্তির সঙ্গে নিজেকে আপডেট রাখেন। কিন্তু মনে মনে তিনি একজন সাধারণ বাঙালি যিনি খেতে ভালবাসেন, সঙ্গে অপরাধ সমাধান করাও তাঁর অতন্ত্য পছন্দের কাজ। তাঁর কাছে রহস্যের সমাধান করা রান্নার বই থেকে রেসিপি পড়ার মতো। সে তাঁর খাবারকে যতটা ভালবাসে ততটাই সে রহস্যের সমাধান করতে ভালবাসে।
advertisement
4/6
মধুমিতাকে দেখা যাবে 'দেবযানী' চরিত্রে। দেবযানী একজন রেডিও জকি। 'ফেলু বক্সি'কে তাঁর অনুসন্ধানী সাহায্য করে সে। সঙ্গে সঙ্গে তাঁর প্রতি দেবযানীর একটা ভাললাগাও রয়েছে।
advertisement
5/6
অন্যদিকে, পরীমনিকে দেখা যাবে 'লাবণ্য' চরিত্রে। তাঁর চরিত্রের নানা রকমের শেড রয়েছে। এছাড়াও শতাফ ফিগারকেও দেখা যাবে এই ছবিতে।
advertisement
6/6
আগামী ২৭ মার্চ কলকাতায় শ্যুটিং শুরু হবে এবং ছবিটি এই বছরের শেষ নাগাদ মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরীমনির উপস্থিতি অবশ্যই বাড়তি মাত্রা যোগ করবে ছবিটিতে। নির্মাতাদের 'ফেলু বক্সি'র চরিত্রটি থেকে একটি ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি তৈরি করার কল্পনা রয়েছে তাঁদের। সিনেমাটোগ্রাফি করবেন ভিঞ্চি দা খ্যাত সুদীপ্ত মজুমদার এবং সঙ্গীত পরিবেশন করবেন অদিতি বোস এবং অম্লান চক্রবর্তী।