TRENDING:

Guess the Celebrity: গায়ের রং-ই কাল হল, ১০০০ বার 'রিজেক্ট', বিয়ের পরই জুটেছে 'ঘর ভাঙানি' তকমা, বলি-হলি দাঁপাচ্ছেন এই নায়িকা? বলুন তো কে ইনি?

Last Updated:
Guess the Celebrity: কালো রঙের কারণে তাকে শত শত বার প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হয়েছিল। এখন শরীর শিহরণে বলি থেকে হলি দাঁপাচ্ছেন এই নায়িকা৷ তারকা সন্তানকে বিয়ে করার পরই জুটেছিল 'ঘর ভাঙার' তকমা।
advertisement
1/8
গায়ের রং-ই কাল হল, ১০০০ বার 'রিজেক্ট', বিয়ের পর জুটেছে 'ঘর ভাঙানি' তকমা, কে এই নায়িকা?
অভিনেত্রী সৌন্দর্য প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন কিন্তু তার কালো রঙের কারণে তাকে শত শত বার প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হয়েছিল। এখন শরীর শিহরণে বলি থেকে হলি দাঁপাচ্ছেন এই নায়িকা৷ তারকা সন্তানকে বিয়ে করার পরই জুটেছিল 'ঘর ভাঙার' তকমা।
advertisement
2/8
তিনি আর কেউ নন, তিনি হলেনশোভিতা ধুলিপালা৷ যিনি ৩১ মে ১৯৯২ সালে অন্ধ্রপ্রদেশের তেনালিতে একটি তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৬ বছর বয়সে মুম্বইতে আসেন। তিনি ২০১৩ সালে ফেমিনা মিস ইন্ডিয়াতে অংশগ্রহণ করেছিলেন এবং রানার-আপ ছিলেন। এরপর, তিনি ফিলিপাইনে ২০১৩ সালের মিস আর্থ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন, কিন্তু টপ ২০-তে স্থান করে নিতে পারেননি।
advertisement
3/8
শোভিতা ২০১৬ সালে ভিকি কৌশলের সঙ্গে 'রমন রাঘব ২.০' ছবি দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। এর আগে, তিনি ১০০০টি অডিশন দিয়েছিলেন কিন্তু তাঁর কালো রঙের কারণে একাধিক রিজেক্ট হয়েছিলেন।
advertisement
4/8
এক সাক্ষাৎকারে শোভিতা বলেন, ' আমি সিনেমা থেকে আসি নি। বিজ্ঞাপনের অডিশনের সময় আমাকে অনেকবার বলা হয়েছিল যে আমি 'ঠিক' নই। আমাকে সরাসরি মুখের উপর বলা হয়েছিল যে বিজ্ঞাপনের জন্য যতটা সুন্দরী দরকাপ, আমিততটাও সুন্দর নই।
advertisement
5/8
আরেকটি সাক্ষাৎকারে শোভিতা ধুলিপালা বলেন, 'চলচ্চিত্র জগতের সঙ্গে আমার কোনও সম্পর্ক ছিল না। আমার প্রবেশের একমাত্র উপায় ছিল অডিশনের মাধ্যমে। আমি পড়াশোনার সময় কিছুদিন মডেলিং করতাম। একজন মডেল হিসেবে তুমি বিজ্ঞাপনের জন্যও অডিশন দিতে পারো, কিন্তু আমি নিজেকে তিন বছর সময় দিয়েছিলাম এবং অডিশন দিয়েছিলাম। "আমি জীবনে প্রায় ১০০০ অডিশন দিয়েছি।'
advertisement
6/8
শোভিতা ধুলিপালা ২০১৯ সালে অ্যামাজন প্রাইম ভিডিওর ওয়েব সিরিজ 'মেড ইন হেভেন' দিয়ে বিখ্যাত হয়ে ওঠেন। শোভিতা এরপর থেকে 'মেজর', 'পোন্নিয়িন সেলভান ১ অ্যান্ড ২', 'মেজর' এবং 'দ্য নাইট ম্যানেজার'-এর মতো চলচ্চিত্র এবং শোতে অভিনয় করেছেন।
advertisement
7/8
শোভিতা ধুলিপালা হলিউড ছবি 'মাঙ্কি ম্যান'-এরও অংশ ছিলেন, যা গত বছর আমেরিকায় মুক্তি পেয়েছিল কিন্তু এখনও ভারতে মুক্তি পায়নি।
advertisement
8/8
ব্যক্তিগত জীবনে, শোভিতা ২০২৪ সালের ডিসেম্বরে সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যকে বিয়ে করেন। এটি নাগার দ্বিতীয় বিয়ে। তিনি এর আগে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত চার বছর সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। নাগা চৈতন্যের সঙ্গে বিয়ের পর সামান্থার ভক্তরা শোভিতাকে 'ঘর ভাঙানি' বলে অভিহিত করেছিলেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Guess the Celebrity: গায়ের রং-ই কাল হল, ১০০০ বার 'রিজেক্ট', বিয়ের পরই জুটেছে 'ঘর ভাঙানি' তকমা, বলি-হলি দাঁপাচ্ছেন এই নায়িকা? বলুন তো কে ইনি?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল