Smilie Suri Kalyug Actress: 'কলিযুগ'-এর মতো সুপার-ডুপার হিট ছবির নায়িকা এখন পোল ডান্সার, চরম হতাশায় ডুবে স্মাইলির হাসি এখন উধাও! দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Smilie Suri Kalyug Actress: ২০০০ সালে 'কলিযুগ' ছবিতে অভিনয় করে বলিউডে তোলপাড় ফেলে দিয়েছিলেন স্মাইলি সুরি। পরিচালক-প্রযোজক মোহিত সুরির বোন হন স্মাইলি।
advertisement
1/11

২০০০ সালে 'কলিযুগ' ছবিতে অভিনয় করে বলিউডে তোলপাড় ফেলে দিয়েছিলেন স্মাইলি সুরি। পরিচালক-প্রযোজক মোহিত সুরির বোন হন স্মাইলি। ‘তুঝে দেখ দেখ সোনা… জিয়া ধড়ক ধড়ক’ গানে ভক্তদের মনে জায়গা করে নিয়েছিলেন স্মাইলি।
advertisement
2/11
সেই স্মাইলি সুরি এখন কোথায়? একচল্লিশ বছরের নায়িকা এখন সর্বস্ব ছেড়ে কী করেন? বলিউডের পর্দায় তো এখন তাঁকে আর দেখা যায় না। বলিউডের হাজারো নায়িকার ভিড়ে আজ যিনি বিস্মৃতপ্রায়।
advertisement
3/11
স্মাইলি ছোট পর্দাতেও কাজ করেছেন এবং ২০১৫ সালে ‘নাচ বলিয়ে ৭’ এবং ২০১৩ সালে ‘যোধা আকবর সিরিয়ালে দেখা গিয়েছিল আলিয়া ভাট, ইমরান হাশমি এবং মোহিত সুরির তুতো বোনকে।
advertisement
4/11
প্রথম ছবি শুরু হওয়ার আগেই হোঁচট খেয়েছিল স্মাইলির কেরিয়ার। বলিউডে কানাঘুষো, অভিনয় নাকি করতেই পারেন না স্মাইলি। সে জন্যই তাঁকে ‘হলিডে’ থেকে বাদ দেন পূজা ভাট। ২০০২ সালে নাকি সে ছবি মুক্তির কথা ছিল। তবে নানা কারণে তা পিছিয়ে যায়।
advertisement
5/11
পূজার ছবি থেকে বাদ পড়ার পর নিজের ছবিতে দিদিকে নায়িকা হিসাবে নিয়ে আসেন মোহিত। ২০০৫ সালে মুক্তি পায় ‘কলযুগ’। নায়িকার মতো নায়ক কুণাল খেমুরও অগ্নিপরীক্ষা ছিল সে ছবি। ‘স্যর’, ‘হম হ্যায়ঁ রাহী প্যায়ার কে’, ‘রাজা হিন্দুস্তানী’, ‘তম্মান্না’, ‘জখ্ম’ একের পর এক ছবিতে শিশুশিল্পী হিসাবে নিজের অভিনয়দক্ষতার পরিচয় আগেই দিয়েছিলেন কুণাল খেমু।
advertisement
6/11
কুণালের পাশাপাশি চমক দিয়েছিলেন স্মাইলিও। গ্ল্যামারহীন, পাশের বাড়ির মেয়ের ইমেজে ধরা পড়লেও কুণালের সঙ্গে তাঁর জুটি মনে ধরেছিল সমালোচক থেকে দর্শকদের। ‘আদত’, ‘জিয়া ধড়ক ধড়ক’, ‘তুঝে দেখ দেখ’-- পরের পর সুপারহিট গানেও মাতিয়েছিল সে ছবি। ‘কলিযুগে’র পর স্মাইলির ৪টি ছবি মুক্তি পেয়েছিল।
advertisement
7/11
ষষ্ঠ ছবির শ্যুটিং করলেও তা মুক্তি পায়নি। তার মধ্যে ছিল ‘ইয়ে মেরা ইন্ডিয়া’ এবং ‘ক্রুক’-এর মতো ছবি। তবে কোনও ছবিতে সাড়া ফেলতে পারেননি স্মাইলি। ২০০৫ সালে বলিউডে অভিষেকের ৩ বছরের মধ্যে তাঁর কেরিয়ার তলিয়ে যায়। তবে নাচের মধ্যেই নতুন ভালবাসা খুঁজে পান স্মাইলি।
advertisement
8/11
শামক দাভরের নাচের ক্লাসে বছর পাঁচেক প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। আগে থেকেই কত্থকের তালিম নিয়েছেন গুরু বিজয়শ্রী চৌধরির কাছে। লাতিন এবং বলরুম ডান্সের ছন্দে মেতেছিলেন সন্দীপ সোপরকরের গ্রুপে। অভিনয়ের থেকে যেন নাচ করতেই ভালবাসতেন স্মাইলি।
advertisement
9/11
তবে আপনি কি জানেন সেই হাসিতেই লুকিয়ে ছিল কত জীবনযন্ত্রণা? পেশাগত এবং ব্যক্তিগত জীবন ছিল ওঠাপড়ায় ভরা। খুব কম বয়সে বিয়ে, তারপর ভেঙে যায় সেই সম্পর্ক। কেরিয়ারে নেমে আসে কালো থাবা, হতাশায় ভুগতে শুরু করেন তিনি। তা সত্ত্বেও স্মাইলি কীভাবে নিজের মনের জোরে জীবনমুখী হয়েছে, তা জেনে নেওয়া যাক।
advertisement
10/11
বিষণ্ণতা থেকে বাঁচতে তিনি পোল ডান্সের সাহায্য নেন। স্মাইলি চমৎকার পোল ডান্স করেন এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর নাচের ভিডিও শেয়ার করেন। এখন নাচ নিয়েই থাকেন তিনি।
advertisement
11/11
নতুন ছবিতে তাঁকে চেনা দায়। স্মাইলি সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় এবং ২৮ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর। কালযুগ ছবির রেণুকা ওরফে স্মাইলি এখন শরীরচর্চা এবং পোল ডান্সিংয়ে মন দিয়েছেন।