TRENDING:

KK passes away| KK's love life: ক্লাস ৬ থেকে প্রেম, তাঁকেই জীবনসঙ্গী বানিয়েছিলেন KK, মৃত্যুতে বন্ধু-হারা হলেন গায়কের স্ত্রী জ্যোতি

Last Updated:
কেকে-র গাওয়া ইয়ারো দোস্তি গানটি স্ত্রীর সঙ্গে বন্ধুত্বের সময়কে মনে রেখে৷ এক অনুষ্ঠানে নিজেই জানিয়েছিলেন সেই কথা৷ সেই দোস্তিকে আলবিদা জানিয়ে দিলেন তিনি...
advertisement
1/9
ক্লাস ৬থেকে প্রেম,তাকেই জীবনসঙ্গী বানিয়েছিলেন,মৃত্যুতে বন্ধু-হারা স্ত্রী জ্যোতি
*মঙ্গলবার রাতে মৃত্যু হয় জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকের৷ কে কে-এর পুরো নাম কৃষ্ণকুমার কুন্নাথ। দক্ষিণী পরিবারের ছেলে, বড় হন দিল্লিতে৷ তাঁর প্রথম অ্যালবম পল, তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেন৷ পল..হাম রহে য়া না রহে, বা ইয়ারো দোস্তি গানগুলি বন্ধুত্বের নতুন সংজ্ঞা তৈরি করে৷ ৯ দশকে যা ছিল সুপারহিট৷ এখনও যা সেরার তালিকাতেই রয়েছে৷
advertisement
2/9
*বন্ধুত্ব হোক বা প্রেম, পলের গানগুলি নিজের স্ত্রীকে ডেডিকেট করেছিলেন কেকে৷ একটি জনপ্রিয় লাফটার শোয়ে একথা স্বীকার করে নিয়েছিলেন জনপ্রিয় গায়ক৷ তিনি জানিয়েছিলেন যে ক্লাস ৬ থেকে তাঁর বন্ধুত্ব যা ভবিষ্যতে প্রেমের আকার নেয়৷ এবং বিয়েতে পরিণতি পায় সেই প্রেম৷ কেকে-র স্ত্রীর নাম জ্যোতি লক্ষ্মী কৃষ্ণা৷ কেকে নিজেও যেমন ছিলেন প্রচার বিমুখ, তাঁর পরিবারও কখনও সেভাবে মিডিয়ার সামনা-সামনি হয়নি৷
advertisement
3/9
*দিল্লির মাউন্ট সেন্ট মেরি স্কুলে পড়তেন কেকে৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজ থেকে বাণিজ্যে স্নাতক করেন। ছোটবেলা থেকেই গানের শখ ছিল তাঁর। দ্বিতীয় শ্রেণী থেকেই মঞ্চে গান গাওয়া শুরু করেন তিনি। তিনি কিশোর কুমার এবং রাহুল দেব বর্মনের ভক্ত ছিলেন৷ জানা গিয়েছে, কলেজে তিনি প্রায়ই 'শোলে' ছবির 'মেহবুবা' গানটি গাইতেন। হিন্দি ছাড়াও, কে কে তামিল, তেলেগু, কন্নড়, মালায়লাম, মারাঠি, বাংলা এবং গুজরাটি ছবিতে গান গেয়েছেন।
advertisement
4/9
*ছোটবেলার বন্ধুকে বিয়ে করেন কেকে৷ বিয়ের আগে তাদের চাকরির প্রয়োজন ছিল৷ তখনও গানের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি কেকে৷ তাই শুরুর দিকে আট মাস হোটেল ইন্ডাস্ট্রিতে সেলসম্যান হিসাবে কাজ করেছিলেন। তবে শিল্পী যিনি, তার কী এই কাজে মন বসে? বছর ঘুরতে না ঘুরতেই সেই কাজ ছেড়ে দিয়েছিলেন কেকে। পাশে দাঁড়িয়েছিলেন তাঁর ছোটবেলার সেই বন্ধু এবং পরবর্তীতে তাঁর ঘরণী জ্যোতি৷
advertisement
5/9
*ছোটবেলার বন্ধুকে বিয়ে করেন কেকে৷ বিয়ের আগে তাদের চাকরির প্রয়োজন ছিল৷ তখনও গানের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি কেকে৷ তাই শুরুর দিকে আট মাস হোটেল ইন্ডাস্ট্রিতে সেলসম্যান হিসাবে কাজ করেছিলেন। তবে শিল্পী যিনি, তার কী এই কাজে মন বসে? বছর ঘুরতে না ঘুরতেই সেই কাজ ছেড়ে দিয়েছিলেন কেকে। পাশে দাঁড়িয়েছিলেন তাঁর ছোটবেলার সেই বন্ধু এবং পরবর্তীতে তাঁর ঘরণী জ্যোতি৷ কেকে ও জ্যোতির দুই সন্তান রয়েছে৷ ছেলের নাম নকুল কৃষ্ণা কুন্নথ, মেয়ের নাম তমারা৷
advertisement
6/9
*চাকরি ছেড়ে সঙ্গীতে মনোনিবেশ করতে শুরু করেছিলেন কেকে। বন্ধু শিবানী কাশ্যপ, সাইবল বসুর সঙ্গে জিঙ্গেল তৈরি করতে শুরু করেছিলেন। সেখান থেকে শুরু হয় তাঁর অর্থ উপার্জন৷ এরপর দিল্লি থেকে মুম্বই পাড়ি দিয়েছিলেন কেকে। শুরু হয় তাঁর পরিচিতি৷
advertisement
7/9
*'হাম দিল দে চুকে সনম' ছবির 'তড়প তড়প' গানটি কেকে-র প্রথম বলিউড গান বলে মনে করা হলেও বলিউডে মাচিস ছবিতে তিনি গান গেয়েছিলেন৷ ছোড় আয়ে হাম-গানটি কয়েকটি লাইন গেয়েছিলেন তিনি৷ এরপর থেকে কেকে- আর ফিরে তাকাতে হয়নি৷ বলিউডে একের পর এক গান গেয়েছিলেন কেকে৷ এমনকী মৃত্যুর আগে পর্যন্ত মঞ্চ মাতিয়ে গিয়েছিলেন তিনি৷ তবে ছেড়ে গেলেন তাঁর চিরকালীন বন্ধু জ্যোতিকে৷ তাঁর জন্য রেখে গেলেন পল..ইয়ে হেয় পেয়ার কা পলের স্মৃতি...
advertisement
8/9
*তবে ছেড়ে গেলেন তাঁর চিরকালীন বন্ধু জ্যোতিকে৷ তাঁর জন্য রেখে গেলেন পল..ইয়ে হেয় পেয়ার কা পলের স্মৃতি...
advertisement
9/9
কলকাতায় এসেছেন তাঁর স্ত্রী জ্যোতি৷ তাঁর মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে নিউ মার্কেট থানা। শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনও কারণে সঙ্গীতশিল্পীর মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। মর্গে রাখা ছিল কেকে-র দেহ৷ ময়নাতদন্ত করা হবে৷ তারপর স্বামীর দেহ তুলে দেওয়া হবে স্ত্রীর হাতে৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
KK passes away| KK's love life: ক্লাস ৬ থেকে প্রেম, তাঁকেই জীবনসঙ্গী বানিয়েছিলেন KK, মৃত্যুতে বন্ধু-হারা হলেন গায়কের স্ত্রী জ্যোতি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল