TRENDING:

Jojo Mukherjee Marriage Anniversary: ৩২ বছরের বিবাহবার্ষিকী! জোজোর সিঁথিতে সিঁদুর কিংশুক মুখোপাধ্যায়ের, পুরনো নানা ছবি শোয়ার করলেন গায়িকা

Last Updated:
বিয়ের দিনের ছবি পোস্ট করেছেন জোজো৷ সেখানে দেখা যাচ্ছে জোজোর সিঁথিতে সিঁদুর পরাচ্ছেন কিংশুক৷ অনেক ছোট বয়সে বিয়ে করেন গায়িকা জোজো৷ মাত্র ১৮ বছর বয়সে পালিয়ে বিয়ে করেছিলেন৷ সেই থেকে শুরু৷
advertisement
1/9
৩২বছরের বিবাহবার্ষিকী!জোজোর সিঁথিতে সিঁদুর কিংশুক মুখোপাধ্যায়ের,পুরনো ছবি শোয়ার গায়িকার
জোজো মুখোপাধ্যায়ের বিয়ের ৩২ বছর পার! যেন চোখের নিমেষে কেটে গেল সময়টা৷ অ্যানিভার্সারিতে ছবি পোস্ট করলেন গায়িকা নিজেই৷ ৩২ বছর আগে কিংশুক মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় জোজোর৷
advertisement
2/9
জোজোর স্বামীর নাম কিংশুক মুখোপাধ্যায়। গানের দুনিয়া তাঁকে চেনে বাবলু নামে। জোজোও তাঁকে বাবলু বা মাও বলে ডাকেন৷
advertisement
3/9
বিবাহবার্ষিকীতে জোজো শুভেচ্ছা জানিয়েছেন প্রিয় বাবলুকে৷ তিনি জানান যে এটা ছিল একেবারে রোলার কোস্টার রাইডের মতো৷ প্রচুর স্মৃতি ও আবেগ রয়েছে এই সময় জুড়ে৷ যেভাবে আমরা রয়েছি, সেভাবেই খুশি৷ চিরকালই আমি মিসেস জোজো মুখোপাধ্যায় হিসেবে গর্বিত৷
advertisement
4/9
বিয়ের দিনের ছবি পোস্ট করেছেন জোজো৷ সেখানে দেখা যাচ্ছে জোজোর সিঁথিতে সিঁদুর পরাচ্ছেন কিংশুক৷ অনেক ছোট বয়সে বিয়ে করেন গায়িকা জোজো৷ মাত্র ১৮ বছর বয়সে পালিয়ে বিয়ে করেছিলেন৷ সেই থেকে শুরু৷
advertisement
5/9
কয়েরদিন আগে নিজের শাশুড়ি বিয়োগ হয় জোজোর৷ সেখানেই তিনি লেখেন যে, এই বাড়িতে এসে সংসার করা শেখেন তিনি৷ কারণ এতটা কম বয়সে বিয়ে করেছিলেন জোজো৷
advertisement
6/9
লং ডিসট্যান্ট বিয়ে জোজোর। প্রকৃতির হাতছানিতে শহর থেকে দূরে থাকেন কিংশুক।
advertisement
7/9
এখন যদিও তাঁদের পরিস্থিতি অনেকটা আলাদা৷ জোজো নিজের গান নিয়ে ব্যস্ত৷ অন্যদিকে প্রকৃতির হাতছানিতে ডাক দিয়ে ডুয়ার্সে হোম স্টে রয়েছে কিংশুকের। সেখানেই পাকাপাকিভাবে থাকেন তিনি।
advertisement
8/9
তবে সময় সুযোগ পেলেই তিনি স্বামীর কাছে চলে যান৷ কারণ শাশাড়ির থেকে যেমন তিনি শিখেছেন সংসার করতে, তেমনই স্বামী তাঁকে নিজের শর্তে জীবন বাঁচার কথা শিখিয়েছেন৷
advertisement
9/9
কিংশুক-জোজোর ১ কন্যা সন্তান রয়েছে৷ মেয়ে বড় হওয়ার পর আবার এক পুত্র সন্তান দত্তক নিয়েছেন জোজো৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Jojo Mukherjee Marriage Anniversary: ৩২ বছরের বিবাহবার্ষিকী! জোজোর সিঁথিতে সিঁদুর কিংশুক মুখোপাধ্যায়ের, পুরনো নানা ছবি শোয়ার করলেন গায়িকা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল