Durnibar Saha-Mohor Sen: বাবা-মায়ের কোলে ধুতি-পাঞ্জাবিতে একরত্তি! প্রকাশ্যে দুর্নিবার-মোহরের ছেলের ছবি! কার মতো দেখতে
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Durnibar Saha-Mohor Sen: প্রকাশ্যে এল গায়ক দুর্নিবার সাহা এবং ঐন্দ্রিলা ওরফে মোহর সেনের ছেলের ছবি। রবিবার দুপুরে নিজের সোশ্যাল মিডিয়াতে পুত্রসন্তানের ছবি সকলের সঙ্গে ভাগ করে নেন দুর্নিবার।
advertisement
1/6

প্রকাশ্যে এল গায়ক দুর্নিবার সাহা এবং ঐন্দ্রিলা ওরফে মোহর সেনের ছেলের ছবি। রবিবার দুপুরে নিজের সোশ্যাল মিডিয়াতে পুত্রসন্তানের ছবি সকলের সঙ্গে ভাগ করে নেন দুর্নিবার।
advertisement
2/6
তিনি লেখেন, ‘অন্ধকার তো সবাই চেনে, তুই শুধু ভালোটাই খুঁজিস। মিথ্যে তো বড়ই সহজ, তুই শুধু সত্যিটাই বলিস।তুই শুধু ‘তুই’ হয়ে বেড়ে ওঠ। আমাদের ধিয়ান’। তাঁদের ছেলের নাম রখেছেন ধিয়ান।
advertisement
3/6
৪ঠা ফেব্রুয়ারি বাবা-মা হন দুর্নিবার সাহা এবং ঐন্দ্রিলা ওরফে মোহর সেন। নিজের সোশ্যাল মিডিয়াতে পোষ্ট দিয়ে সেই সুখবর দেন তিনি। তিনি জানান তাঁদের ছেলে হয়েছে।
advertisement
4/6
গত বছরের অক্টোবর মাসে ঐন্দ্রিলার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে। দিন কয়েক আগেই ঘটা করে সাধ খেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী।
advertisement
5/6
সাধের দিন চওড়া হলুদ পাড়ের অফ হোয়াইট রঙের শাড়ি পরেছিলেন ঐন্দ্রিলা৷ এবং সাদা রঙের লাল কাজ করা পাঞ্জাবিতে সেজেছিলেন দুর্নিবার সাহা৷ স্ত্রী-কে আগলে ধরে আদুরে পোজ দিয়েছেন গায়ক।
advertisement
6/6
২০২৩ সালের মার্চ মাসে বিয়ে করেন দুর্নিবার-ঐন্দ্রিলা। তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন স্বয়ং প্রসেনজিৎ। টলিউডের বহু তারকাও উপস্থিত ছিলেন তাঁদের বিশেষ দিনে।