Durnibar-Mohor: সন্তান জন্মের পর নতুন চমক! কী ঘটল মোহর-দুর্নিবারের জীবনে, রইল ছবি
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Honeymoon Photo of Durnibar-Mohor: ৪ঠা ফেব্রুয়ারি পুত্র সন্তানের জন্ম দেন মোহর৷ এখন ছেলেকে ঘিরেই চলছে দুর্নিবার-মোহরের ঘরকন্না৷ তার মাঝেই দুর্নিবার দিলেন বিরাট চমক! সেশলস দ্বীপে তাঁদের প্রেমে মাখোমাখো ছবি পোস্ট করেছেন গায়ক৷
advertisement
1/9

কোল আলো করে ছেলে এসেছে৷ মোহর-দুর্নিবারের ঘরে এখন চূড়ান্ত ব্যস্ততা৷ ৪ঠা ফেব্রুয়ারি পুত্র সন্তানের জন্ম দেন মোহর৷ এখন ছেলেকে ঘিরেই চলছে দুর্নিবার-মোহরের ঘরকন্না৷
advertisement
2/9
তার মাঝেই দুর্নিবার দিলেন বিরাট চমক! সেশলস দ্বীপে তাঁদের প্রেমে মাখোমাখো ছবি পোস্ট করেছেন গায়ক৷
advertisement
3/9
হঠাৎ এই ছবি দেখে সকলেই তাজ্জব বনে যান৷ ছোট্ট ছেলেকে নিয়ে এরই মধ্যে তাঁরা পৌঁছে গেলেন সুদূর বিদেশে?
advertisement
4/9
তবে একটু মন দিয়ে ছবি দেখলেই বুঝবেন এটা আগের ছবি৷ ছবির উপর লেখা রয়েছে #lastyearফলে বোঝা যাচ্ছে যে বিয়ের পরপর হানিমুনের ছবি এখন পোস্ট করা হয়েছে৷
advertisement
5/9
অসম্ভব সুন্দর বিদেশি এই দ্বীপ যেন গভীর প্রেমের সাক্ষী৷ সেখানেই নিজেদের ভালবাসার সব কথা যেন উজার করে দিয়েছেন দুর্নিবার সাহা-মোহর সেন৷
advertisement
6/9
এক বছর প্রেম পর্বের পরে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন দুর্নিবার সাহা (Durnibar Saha)৷ পাত্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী মোহর সেন (Mohor Sen)৷
advertisement
7/9
মোহর আর দুর্নিবারের প্রেম প্রথম থেকেই চর্চায় ছিল। প্রথমে ধূমধাম করে দীর্ঘদিনের প্রেমিকা মীনাক্ষিকে বিয়ে করেছিলেন দুর্নিবার। সে বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই শোনা যায়, সম্পর্কে ভাঙন ধরেছে এই গান-দম্পতির। দুর্নিবার জড়িয়ে পড়েন নতুন সম্পর্কে। সে সম্পর্ক নিয়ে কখনই খুব একটা রাখঢাক করেননি দুর্নিবার বা মোহর। শেষমেশ হইহই করে বিয়ে করে নিলেন তাঁরা।
advertisement
8/9
গত মার্চ মাসে বিয়ে করেন দুর্নিবার-ঐন্দ্রিলা। এবং অক্টোবরেই প্রেগন্যান্সির কথা সামনে আনেন মোহর৷
advertisement
9/9
তারপর পুত্রসন্তান কোলে আসেন তাঁদের৷