Antara Mitra Wedding Photo: টুকটুকে লাল বেনারসিতে অন্তরা মিত্র, 'কিশোরী কিশোরী' গায়িকার গায়ে হলুদ থেকে সিঁদুরদান, রইল সব ছবি
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
শুধুমাত্র পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা এই বিয়েতে উপস্থিত ছিলেন৷ কারণ শিল্পী চাননি, তাঁর বিয়ে নিয়ে বেশি আলোচনা হোক৷ তাই এতটা গোপনীয়তা বজায় রেখেছেন অন্তরা৷
advertisement
1/11

চার হাত এক হল গায়িকা অন্তরা মিত্রের৷ বিয়ের সব ছবি আউট!
advertisement
2/11
বাইপাস সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে বসেছিল বিয়ের আসর।
advertisement
3/11
শুধুমাত্র পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা এই বিয়েতে উপস্থিত ছিলেন৷ কারণ শিল্পী চাননি, তাঁর বিয়ে নিয়ে বেশি আলোচনা হোক৷ তাই এতটা গোপনীয়তা বজায় রেখেছেন অন্তরা৷
advertisement
4/11
বিয়ের দিন লাল টুকটুকে বেনারসি শাড়ি পরেছিলেন গায়িকা৷ বিয়ের সাজে দারুণ লাগছিল তাঁকে৷
advertisement
5/11
লাল বেনারসির সঙ্গে মানানসই সাবেকি সোনার গয়নায় পরেছিলেন তিনি৷
advertisement
6/11
আশীর্বাদ, আইবুড়োভাত, গায়েহলুদ, বিয়ের প্রতিটা অনুষ্ঠানেই সাবেকি সাজে মন কেড়েছেন গায়িকা।
advertisement
7/11
বিয়ের কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি তিনি৷ ফলে ভক্তদের মধ্যে কনের সাজে তাঁকে দেখার আগ্রহ ছিল৷
advertisement
8/11
বিয়ের অনুষ্ঠানটি এতটাই ব্যক্তিগত ছিল যে কোনও তারকাকে দেখা যায়নি তাঁর বিয়েতে৷
advertisement
9/11
কার সঙ্গে বিয়ে হচ্ছে গায়িকার? পাত্রীর হবু স্বামী কোনও ভাবে সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত নন৷ অন্য পেশার সঙ্গে যুক্ত তিনি৷
advertisement
10/11
নাম শৌর্য, সম্ভবত তিনি তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত৷ থাকেন বেঙ্গালুরুতে। বেশ কিছু দিন প্রেমপর্বের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
advertisement
11/11
কানাঘুষো খবর, বিয়ের পর্ব মিটলেই মধুচন্দ্রিমায় পাড়ি দেবেন অন্তরা-শৌর্য। যদিও গন্তব্য অজানা।