Antara Mitra Marriage: বিয়ের পিঁড়িতে অন্তরা মিত্র, পাত্র সঙ্গীত জগতের কেউ নন, চিনে নিন গায়িকার হবু বরকে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
কার সঙ্গে বিয়ে হচ্ছে গায়িকার? পাত্রীর হবু স্বামী কোনও ভাবে সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত নন৷ অন্য পেশার সঙ্গে যুক্ত তিনি৷
advertisement
1/6

আজ, মঙ্গলবার, রাতে গায়িকা অন্তরা মিত্রের বিয়ে। কয়েকদিন ধরেই তাঁর বিয়ের কথা শোনা জানা যাচ্ছিল৷ কার সঙ্গে বিয়ে হচ্ছে অন্তরার? এই নিয়ে একেবারে স্পিকটি নট গায়িকা এবং তাঁর পরিবার৷
advertisement
2/6
জানা গিয়েছে বাইপাস সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে বসেছে বিয়ের আসর। শুধুমাত্র পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা এই বিয়েতে উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে৷ কারণ তিনি চান না, তাঁর বিয়ে নিয়ে বেশি আলোচনা হোক৷ তাই এতটা গোপনীয়তা বজায় রাখছেন অন্তরা৷
advertisement
3/6
কার সঙ্গে বিয়ে হচ্ছে গায়িকার? পাত্রীর হবু স্বামী কোনও ভাবে সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত নন৷ অন্য পেশার সঙ্গে যুক্ত তিনি৷
advertisement
4/6
নাম শৌর্য, সম্ভবত তিনি তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত৷ থাকেন বেঙ্গালুরুতে। বেশ কিছু দিন প্রেমপর্বের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
advertisement
5/6
গতকাল, ২৪ নভেম্বর হয় আশীর্বাদপর্ব, তারপর হয় আইবুড়োভাত। আজ, মঙ্গলবার, চার হাত এক হবে৷
advertisement
6/6
অন্তরা মিত্রকে বর্তমানে ‘সা রে গা মা পা’র বিচারকের আসনে দেখা যাচ্ছে। এছাড়াও বাংলার গণ্ডি পেরিয়ে বহু আগেই মুম্বইয়ের ফিল্মি দুনিয়ায় প্লেব্যাক গায়িকা হিসেবে পায়ের তলার জমি শক্ত করেছেন তিনি। তবে বিয়ের পর কয়েকদিন তাঁকে এই অনুষ্ঠানে নাও দেখা যেতে পারে বলে গুঞ্জন৷ বিয়ের পরপরই মধুচন্দ্রিমার জন্য কোথাও যাবেন গায়িকা৷ তারপর ফিরে এসে হবে রিসেপশন৷ এসব মিটিয়ে তিনি ফের ফিরবেন তাঁর কাজে৷