Sidharth-Kiara: 'বিয়েটা একটা খেলার মতো',মাত্র ৫ মাস হতেই কিয়ারাকে নিয়ে এ কী বললেন সিদ্ধার্থ, গোপন সত্য ফাঁস
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Sidharth-Kiara: সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে স্ত্রী কিয়ারাকে নিয়ে প্রশ্ন করা হলে সিদ্ধার্থ বলেন, কিয়ারা তাঁর জীবনের অমূল্য সম্পদ৷ বিবাহিত জীবন নিয়ে মুখ খুলেছেন অভিনেতা৷
advertisement
1/5

বিয়ের বয়স সবে মাত্র ৫ মাস৷ চলতি বছরের ৭ ফেব্রুয়ারি জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে গাঁটছড়া বেঁধেছেন সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আদবানি। বিয়ের পর থেকেই দুজনে ব্যস্ত নিজেদের কাজ নিয়ে৷
advertisement
2/5
কাজের চাপে মধুচন্দ্রিমাতেও যেতে পারেননি তারকা জুটি৷ তবে কাজ সামলেও কেমন কাটছে তাদের দাম্পত্য জীবন৷ এই পাঁচ মাসে কী উপলব্ধ করলেন এবার সবটা খুলে বললেন অভিনেতা৷
advertisement
3/5
সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে স্ত্রী কিয়ারাকে নিয়ে প্রশ্ন করা হলে সিদ্ধার্থ বলেন, কিয়ারা তাঁর জীবনের অমূল্য সম্পদ৷ বিবাহিত জীবন নিয়ে মুখ খুলেছেন অভিনেতা৷
advertisement
4/5
সিদ্ধার্থ বলেন, বিয়েটা একটা খেলার মতো৷ আর আমি এটার জন্য প্রস্তুত৷ আসলে আমাদের সম্পর্কে কোনও আমি নেই, তবে আমরা রয়েছি৷ অভিনেতার এই মন্তব্য ভক্তদের হৃদয় জয় করে নিয়েছে৷
advertisement
5/5
'শেরশাহ' ছবির পর এখনও পর্যন্ত একসঙ্গে দেখা যায়নি কিয়ারা ও সিডকে৷ তবে শোনা যাচ্ছে,শীঘ্রই সিদ্ধার্থের সঙ্গে বড়পর্দায় দেখা যাবে তাদের৷ বিয়ের পর এটাই হবে তাদের প্রথম কাজ৷ করণ জোহরের প্রযোজনাতেই নাকি একসঙ্গে দেখা যাবে তাঁদেরকে, তেমনটাই শোনা যাচ্ছে৷