Subhashree Ganguly: হেনস্থার শিকার শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাবা ! স্কুলে স্যানিটাইজার টানেল বসানোতে বাধা
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Subhashree Ganguly: শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাবা সেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়কে স্কুলে স্যানিটাইজার টানেল বসাতে গিয়ে চরম হেনস্থ হতে হয়েছে।
advertisement
1/5

advertisement
2/5
শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাবা সেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়কে স্কুলে স্যানিটাইজার টানেল বসাতে গিয়ে চরম হেনস্থ হতে হয়েছে। photo source collected
advertisement
3/5
বিদেশে থাকেন দেবপ্রসাদ বাবুর শ্যালিকা অনিতা গাটকারি। তিনি দু'টি স্কুলে স্যানিটাইজার টানেল বাসানোর দায়িত্ব নিতে চেয়েছিলেন। photo source collected
advertisement
4/5
সেইমত দেবপ্রসাদ বাবু বর্ধমান শহরের ৫ নম্বর ওয়ার্ডের বর্ধমান দুবরাজদীঘি হাইস্কুল ও ৬ নম্বর ওয়ার্ডের রেলওয়ে বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই তাঁর শ্যালিকা ও কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি এদিন সকালে দুবরাজদীঘি হাইস্কুলে স্যানিটাইজার ট্যানেল লাগাতে যান।photo source collected
advertisement
5/5
অভিযোগ ওঠে যে টানেল বসাতে গেলে তৃণমূলের মধ্যেই দ্বন্দ বাঁধে। এবং এর জেরে লাঠি নিয়ে চড়াও হয় অনেকে। ম্যানেজিং কমিটির অনুমতি না নিয়ে কারও ব্যক্তিগত নামে স্যানিটাইজার টানেল স্কুলে লাগানো যাবে না বলে আপত্তি জানান তাঁরা। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই দেবপ্রসাদবাবু দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে অভিযোগ জানিয়েছেন। এই ঘটনায় চারজন আহতও হন। photo source collected