Shubhashree Ganguly Pregnant: সাধ খেলেন শুভশ্রী! আদরের বন্যায় ভাসছেন হবু মা, যত্নে ছুঁয়ে রইলেন বেবি বাম্প
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Shubhashree Ganguly Pregnant: গত জুনে দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন শুভশ্রী। সদ্য হল তাঁর সাধভক্ষণ অনুষ্ঠান। কাছের মানুষদের নিয়ে বিশেষ দিনের আনন্দে মেতে উঠেছিলেন তিনি।
advertisement
1/5

আর মাত্র কয়েকটা দিন। তার পরেই নতুন অতিথির আগমনের পালা। দ্বিতীয় বারের জন্য মা হবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
advertisement
2/5
গত জুনে দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন শুভশ্রী। সদ্য হল তাঁর সাধভক্ষণ অনুষ্ঠান। কাছের মানুষদের নিয়ে বিশেষ দিনের আনন্দে মেতে উঠেছিলেন তিনি।
advertisement
3/5
পৃথিবীতে সন্তানের আগমণের ঠিক আগে হবু মা-কে তাঁর পছন্দের সব পদ রান্না করে খাওয়ান পরিবারের সদস্যরা। শুভশ্রীর ক্ষেত্রেও ব্যতিক্রম হল না। মা, বাবা, স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে এই দিনটি কাটালেন পর্দার ইন্দুবালা।
advertisement
4/5
চিরাচরিত নিয়ম মেনে শাড়ি নয়, বরং সবুজ রঙের ফ্লোরাল কুর্তিতে সেজে উঠেছিলেন হবু মা। সঙ্গে মানানসই মেকআপ, কানে ঝুমকো, স্লিক হেয়ারস্টাইল।
advertisement
5/5
২০২০ সালে প্রথম বার মা হন শুভশ্রী। এ বার তাঁদের তিন থেকে চার হওয়ার পালা। আপাতত তারই অপেক্ষায় অভিনেত্রী।