Shruti-Swarnendu Honeymoon: ছবি দিয়ে ফাঁস ‘মিনি হানিমুন’-এর গন্তব্য! কোথায় গিয়েছিলেন শ্রুতি-স্বর্ণেন্দু?
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Shruti-Swarnendu Honeymoon: অগ্নিসাক্ষী করে বিয়ে নয় বরং রেজিস্ট্রি করে সিঁদুরদান, মালাবদল করেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার৷
advertisement
1/7

চার বছর প্রেম করার পর অবশেষে গত ৯ জুলাই স্বপ্নপূরণ হয়েছে ‘রাঙা বউ’ শ্রুতি দাসের। মনের মানুষ স্বর্ণেন্দু সমাদ্দারকে বিয়ে করেছেন তিনি।
advertisement
2/7
অগ্নিসাক্ষী করে বিয়ে নয় বরং রেজিস্ট্রি করে সিঁদুরদান, মালাবদল করেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার৷ তবে বিয়ে করলেও আর পাঁচজনের মতো কালরাত্রি, বৌভাত কিছুই হয়নি শ্রুতির৷
advertisement
3/7
বিয়ের আচার মেনে সবকিছু না হলেও কোনওভাবেই হানিমুনটা মিস করতে চাননি অভিনেত্রী৷ যদিও তাঁদের ঘুরতে যাওয়াকে হানিমুন নয় বরং মিনি হানিমুন বলেছেন অভিনেত্রী৷
advertisement
4/7
শুধু তাই নয়, মিনি হানিমুনেই স্বামী স্বর্ণেন্দুর সঙ্গে জীবনের প্রথমবার বিমানে ওঠার স্বপ্নপূরণ করছেন শ্রুতি৷
advertisement
5/7
কিন্তু মিনি হানিমুনে কোথায় গিয়েছিলেন? সে কথা যাওয়ার আগে খোলসা করেননি শ্রুতি। নিউজ18 বাংলাকে পর্দার ‘রাঙা বউ’ জানিয়েছিলেন, সোমবার শহরে ফিরবেন, তারপর সকলকে জানাবেন হানিমুন সারতে কোথায় গিয়েছিলেন নবদম্পতি।
advertisement
6/7
আর যেমন কথা তেমন কাজ। সোমবার সকালেই শ্রুতি তাঁর সোশ্যাল মিডিয়া পেজ-এ মিনি হানিমুনের গন্তব্য ফাঁস করেন। ‘জাস্ট ম্যারেড’ জুটি বেড়াতে গিয়েছিলেন উত্তরবঙ্গে।
advertisement
7/7
উত্তরবঙ্গে তাঁরা ঘুরেছেন লাভারস্ পয়েন্ট, নেউড়া নদী, রকি দ্বীপ। নিজেদের অন্তরঙ্গ কিছু ছবিও ভাগ করে নিয়েছেন দর্শকদের সঙ্গে।