Shruti Das: 'দাঁতে দাঁত চেপে লড়াই করে...' 'রাঙা বউ'য়ের বিষাদমাখা পোস্ট! কেন এমন বললেন শ্রুতি
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
৯ ডিসেম্বর শেষ হচ্ছে শ্যুটিং। তবে সম্প্রচার শেষ হবে ১৭ ডিসেম্বর। মেগা শেষ দিনের শ্যুটে মন খারাপ 'রাঙা বউ' শ্রুতি দাসের। সে কথায় তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন ইনস্টাগ্রামে।
advertisement
1/10

শেষের পথে 'রাঙা বউ'। আজ, ৯ ডিসেম্বর শেষ হচ্ছে শ্যুটিং। তবে সম্প্রচার শেষ হবে ১৭ ডিসেম্বর। মেগা শেষ দিনের শ্যুটে মন খারাপ 'রাঙা বউ' শ্রুতি দাসের। সে কথায় তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন ইনস্টাগ্রামে।
advertisement
2/10
অভিনেত্রী নিজের মনের অবস্থার কথা জানিয়ে পোস্ট করলেন। তিনি শুধু 'রাঙা বউ'-এর স্মৃতি তাঁর কেরিয়ারের বিষয়েও তিনি একটি লম্বা পোস্ট করেন।
advertisement
3/10
শ্রুতি তাঁর চ্যাটের একটি অংশ স্ক্রিনশট নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেখানে দেখা গিয়েছে 'রাঙা বউ' ধারাবাহিকের শেষ দিনের কল টাইম নিয়ে তিনি এক ব্যক্তির সঙ্গে কথা বলেছেন। আর সেই চ্যাটে প্রকাশ পাচ্ছে অনেকখানি মন।
advertisement
4/10
পোস্টে কল টাইমের রিপ্লাইয়ে শ্রুতি লেখেন 'শেষদিনের জন্য?' তার প্রত্যুত্তরে ওই ব্যক্তি একটি দুঃখের ইমোজি দেয়। আর তা দেখে শ্রুতিও অনেকটা মন খারাপ নিয়ে লেখেন, ভাল থেকো সবাই।
advertisement
5/10
পোস্টের সঙ্গে একটি লম্বা ক্যাপশনও লেখেন শ্রুতি। রাঙা বউ লেখেন, 'হাতে নতুন কাজ থাকা অবস্থায় কর্মরত প্রজেক্টের শেষ কলটাইম পাওয়া আর অনির্দিষ্ট পথ চলা শুরু হওয়া অবস্থায় চলতি কাজের শেষ কলটাইম পাওয়ার মধ্যে বিস্তর ফারাক।
advertisement
6/10
'নিশ্চয়ই প্রথম উদাহরণ টা আমার ক্ষেত্রেও একদিন কার্যকরী হবে। তবে অনিচ্ছাকৃত-অনির্দিষ্টকালের জন্য এই বিরতি যেন আমার এবং আমার মতো 'রাঙা বউ' টিমের অনেকের জন্য সুখকর হয় এই আশীর্বাদ করবেন।'
advertisement
7/10
তিনি তাঁর সহকর্মীদের পাশাপাশি দর্শকদেও ধন্যবাদ জানান। তিনি লেখেন, ' ধন্যবাদ জানানই সেই সমস্ত শ্রদ্ধাশীল মানুষদের, যাদের ভরসা ও বিশ্বাসে আমি শ্রুতি থেকে পাখি হয়ে উঠেছি গত ৩৬২ দিন ধরে (আরও এক সপ্তাহ আপনাদের ঘরে ঘরে রাজ করবো) রাত সাড়ে আট টায়।
advertisement
8/10
এরপরই তিনি তাঁর কেরিয়ারের শুরু দিকে ফিরে যান। তিনি লেখেন, 'ভারতলক্ষী স্টুডিও আজ থেকে ঠিক চার বছর আগে আমায় ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ দিয়েছে, স্টুডিওর চারপেয়ে ভাইদের দিয়েছে, আমার জীবনসঙ্গী কে দিয়েছে, অনেক মানুষের সান্যিধ্য দিয়েছে, জীবনবোধ দিয়েছে আরও দেবে। এই স্টুডিও আমায় ঠিক চার বছরের মাথায় আমার তৃতীয় কাজ দিয়েছে,নতুন নতুন জ্ঞানী গুণী মানুষ এর সংস্পর্শে এসেছি, খানিক বন্ধু হয়েছে, আমার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, আমার এবং আমার স্বামীর নতুন বাসস্থান হয়েছে। আমি কৃতজ্ঞ সবকিছুর জন্য।'
advertisement
9/10
তারপর আবেগ প্রবণ নায়িকা লেখেন, 'জানি সব শুরুর শেষ আছে, আর শেষ মানেই নতুন শুরু। শুধু সততা, কঠোর পরিশ্রম ও অধ্যাবসায় দিয়ে যেন এই প্রতিযোগিতায় দাঁতে দাঁত চেপে লড়াই করে আবারও আমার শুভাকাঙ্ক্ষীদের মন জয় করতে পারি এই আশা রাখি।'
advertisement
10/10
'রাঙা বউ'-এর জায়গায় ১৮ ডিসেম্বর থেকে আসছে নতুন মেগা। যেখানে শ্বেতা ভট্টাচার্য ও রণজয় বিষ্ণুকে দেখা যাবে মূল চরিত্রে।