TRENDING:

বৌমাকে ভালবাসা, ভাইয়ের বিয়েতে আবেগপ্রবণ শ্রেয়া, সমুদ্রের ধারে 'টু স্টেট ওয়েডিং'!

Last Updated:
Shreya Ghoshal's brother wedding: দুই ধরনের বিয়ের ছবি দিয়ে শ্রেয়া তুলনা করলেন ‘টু স্টেটস’ ছবির সঙ্গে। ঠিক সেভাবেই মেলবন্ধন ঘটল বাঙালি ও দক্ষিণ ভারতীয়র। আবেগপ্রবণ শ্রেয়া দীর্ঘ লেখা লিখলেন সোশ্যাল মিডিয়ায়।
advertisement
1/8
বৌমাকে ভালবাসা, ভাইয়ের বিয়েতে আবেগপ্রবণ শ্রেয়া, সমুদ্রের ধারে 'টু স্টেট ওয়েডিং'!
বিয়ে সারলেন শ্রেয়া ঘোষালের ভাই সৌম্যদীপ ঘোষাল। গোয়ার সমুদ্র সৈকতে দক্ষিণ ভারতীয় এবং বাঙালি মতে বিয়ে হল সৌম্যদীপ এবং রশনি প্রদীপের। গায়িকা শেয়ার করলেন ভাইয়ের বিয়ের ছবি।
advertisement
2/8
দুই ধরনের বিয়ের ছবি দিয়ে শ্রেয়া তুলনা করলেন ‘টু স্টেটস’ ছবির সঙ্গে। ঠিক সেভাবেই মেলবন্ধন ঘটল বাঙালি ও দক্ষিণ ভারতীয়র। আবেগপ্রবণ শ্রেয়া দীর্ঘ লেখা লিখলেন সোশ্যাল মিডিয়ায়।
advertisement
3/8
শ্রেয়ার লেখায়, ‘এখনও বিশ্বাস হচ্ছে না। আমার ছোট্ট ভাইয়ের বিয়ে হয়ে গেল। যখন দুই বিশুদ্ধ প্রাণের মিলন ঘটে, গোটা বিশ্ব একজোট হয়ে যায়। যেন এর থেকে সুন্দর কিছু হতেই পারে না। বাতাসে কেবলই প্রেম ও আনন্দ।’
advertisement
4/8
শ্রেয়া লিখলেন, ‘দু’টি সংস্কৃতির নিঁখুত মিল, এক অপূর্ব ‘টু স্টেটস ওয়েডিং’। আমাদের প্রিয় দু’টি মানুষের গাঁটছড়া দেখে সকলের চোখেই আনন্দাশ্রু। ভাই তুমি খুশি থেকো। বউমা, তোমায় সবসময়ে ভালবেসে এসেছি। তুমি জানো সেটা।’
advertisement
5/8
ছবিতে দেখা যাচ্ছে, বাঙালি মতে বিয়ের সময়ে শ্রেয়া তাঁর বৌদির মাথায় লজ্জাবস্ত্র ধরে রয়েছেন। লাল বেনারসিতে অপরূপা দক্ষিণী কনে।
advertisement
6/8
উল্টেদিকে দক্ষিণী বিয়ের সময়ে সোনালি রঙের শেরওয়ানিতে সুন্দর দেখাচ্ছে সৌম্যদীপকে। গোয়ার সমুদ্রের ধারে সকলের সামনে বিয়ে সারলেন তাঁরা।
advertisement
7/8
শ্রেয়ার ভাইয়ের ডেস্টিনেশন ওয়েডিংয়ের ছবিতে ভরপুর সোশ্যাল মিডিয়া। যুগলের নাম লেখা থাকল সৈকতের বালিতে। রইল তাঁদের পায়ের ছাপও। সমুদ্রকে সাক্ষী রেখে চারহাত এক হল।
advertisement
8/8
সঙ্গীতানুষ্ঠান যে এই বিয়ের ক্ষেত্রে বিশেষ নজর কাড়বে, তা তো জানাই কথা। ভাই গিটারে, দিদির হাতে মাইক। একের পর এক প্রেমের গান গেয়ে সঙ্গীতানুষ্ঠানের সন্ধ্যা জমিয়ে দিয়েছেন বিশ্ববিখ্যাত গায়িকা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
বৌমাকে ভালবাসা, ভাইয়ের বিয়েতে আবেগপ্রবণ শ্রেয়া, সমুদ্রের ধারে 'টু স্টেট ওয়েডিং'!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল