Shreya Ghoshal Lovestory: যেন রূপকথার প্রেম! শ্রেয়া-শিলাদিত্যর বিয়েটা হল কী ভাবে! কী করেন গায়িকার স্বামী
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Shreya Ghoshal Lovestory: শ্রেয়া ঘোষালের সাফল্যের খতিয়ান নতুন করে দিতে হয় না। দু'দশকেরও বেশি সময় ধরে বলিউড তথা একাধিক ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন তিনি। তবে শুধু পেশাগত নয়, ব্যক্তিগত জীবনেও বাঙালি গায়িকা একই ভাবে সফল।
advertisement
1/6

শ্রেয়া ঘোষালের সাফল্যের খতিয়ান নতুন করে দিতে হয় না। দু'দশকেরও বেশি সময় ধরে বলিউড তথা একাধিক ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন তিনি। তবে শুধু পেশাগত নয়, ব্যক্তিগত জীবনেও বাঙালি গায়িকা একই ভাবে সফল।
advertisement
2/6
২০১৫ সালে দীর্ঘ দিনের প্রেমিক শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন শ্রেয়া। কাঁচা বয়স থেকেই আলাপ তাঁদের। আলাপ থেকে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম।
advertisement
3/6
২০২১ সালে অভিভাবক হন শ্রেয়া এবং শিলাদিত্য। ছেলের নাম দেবযান।
advertisement
4/6
জানা যায়, নামী এক কল ব্লকিং অ্যাপ সংস্থায় উঁচু পোস্টে চাকরি করেন শিলাদিত্য।
advertisement
5/6
একাধিক সংবাদমাধ্যমের দাবি, স্কুল জীবন থেকে শ্রেয়া এবং শিলাদিত্যর বন্ধুত্ব শুরু। প্রায় ১০ বছর ধরে প্রেম। তার পরেই একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত। শিলাদিত্যই নাকি শ্রেয়াকে প্রথম প্রস্তাব দিয়েছিলেন।
advertisement
6/6
এক সাক্ষাৎকারে শ্রেয়া জানিয়েছিলেন, এক বন্ধুর বিয়েতে গিয়েছিলেন তাঁরা। সেখানেই নাকি শ্রেয়াকে তাঁর সঙ্গে সারা জীবন কাটানোর প্রস্তাব দিয়েছিলেন শিলাদিত্য।