TRENDING:

শোলে-র বাজেট ছিল ৩ কোটি টাকা, কিন্তু অভিনেতারা কত নিয়েছিলেন? বিশেষ করে জয়ার পারিশ্রমিক শুনলে হাসি পেয়ে যাবে

Last Updated:
Sholay Star Cast Salary: জানা যায়, সেই সময়ে 'শোলে' তৈরি করতে খরচ হয়েছিল ৩ কোটি টাকা। দেশের ১০০টিরও বেশি সিনেমা হলে ২৫ সপ্তাহ ধরে ২৫ কোটি টিকিট বিক্রি হয়, আয় হয় ৩৫ কোটি টাকা।
advertisement
1/10
শোলে-র বাজেট ছিল ৩ কোটি টাকা, কিন্তু অভিনেতারা কত নিয়েছিলেন? জানুন বিশদে
সাল ১৯৭৫, তারিখ ১৫ অগাস্ট। নিঃসন্দেহেই আমাদের এই দেশের স্বাধীনতা দিবস হিসেবে তারিখটি গুরুত্বপূর্ণ। কিন্তু সে দিন কেউ ভাবতেও পারেননি যে একই তারিখে দেশের বুকে আরেকটা ইতিহাস তৈরি হতে চলেছে।
advertisement
2/10
সেই ইতিহাস সেলুলেয়েডের ইতিহাস। তখনও সেলুলয়েডে ছবি ধরা হত, বড় বড় ক্যানবন্দি হয়ে তা এসে পৌঁছত সিনেমা হলে। এর পর প্রজেক্টর থেকে আলো বেরিয়ে গিয়ে পড়ত রুপোলি পর্দায়। দু চোখ ভরে দেখতেন দর্শক।
advertisement
3/10
সে দিনও তাই হয়েছিল। স্বাধীনতা দিবসের উদযাপন শেষে অনেকেই সিনেমা দেখতে গিয়েছিলেন। হল থেকে যখন বেরিয়ে এসেছিলেন তাঁরা ৩ ঘণ্টা ২৪ মিনিটের ছবি দেখে, তখন তাঁদের বুকের মধ্যে কেবল 'শোলে'।
advertisement
4/10
আশ্চর্য হওয়ার কোনও কারণও নেই। সত্তরের দশকে গতানুগতিক ছবির ধারায় রমেশ সিপ্পির 'শোলে' ছিল এক ব্যতিক্রম। যা মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছে, চেনা ছকের বাইরে কিছু ভাবার এবং করার অনুপ্রেরণা দিয়েছে, সর্বোপরি হাল না ছেড়ে দিয়ে, ভয় না পেয়ে পরিস্থিতির সঙ্গে লড়তেও শিখিয়েছে।
advertisement
5/10
এতগুলো বছর পার হয়েও তাই জয়, বীরু, ঠাকুর বলদেব সিং, বাসন্তী, রাধা, রহিম চাচা, গব্বর, কালিয়া, সাম্বা, সুর্মা ভোপালি, জেলর- সবাই আমাদের ঘরের মানুষ। গান থেকে শুরু করে ছবির সংলাপ আমাদের অনেকেরই কণ্ঠস্থ।
advertisement
6/10
জানা যায়, সেই সময়ে 'শোলে' তৈরি করতে খরচ হয়েছিল ৩ কোটি টাকা। দেশের ১০০টিরও বেশি সিনেমা হলে ২৫ সপ্তাহ ধরে ২৫ কোটি টিকিট বিক্রি হয়, আয় হয় ৩৫ কোটি টাকা।
advertisement
7/10
এবার কেউ যদি জানতে চান, ৩ কোটি টাকা যে ছবির বাজেট, তার অভিনেতারা কত পেয়েছিলেন, তাহলে কিন্তু প্রত্যাশার অঙ্ক মিলবে না। বীরু চরিত্রে ধর্মেন্দ্র নিয়েছিলেন ১ লক্ষ ৫০ হাজার টাকা, ঠাকুর চরিত্রে সঞ্জীব কুমার ১ লক্ষ ২৫ হাজার টাকা, জয় চরিত্রে অমিতাভ বচ্চন ১ লক্ষ টাকা, বাসন্তী চরিত্রে হেমা মালিনী ৭৫ হাজার টাকা, গব্বর চরিত্রে আমজাদ খান ৫০ হাজার টাকা।
advertisement
8/10
এ তো তাও একরকম। জয়া বচ্চনের পারিশ্রমিকের অঙ্ক জানলে অনেকেই হেসে ফেলবেন, রাধা চরিত্রের জন্য তিনি পেয়েছিলেন মাত্র ৩৫ হাজার টাকা।
advertisement
9/10
অন্য দিকে, জেলর চরিত্রে আসরানি ১৫ হাজার টাকা, সাম্বা চরিত্রে ম্যাক মোহন ১২ হাজার টাকা, কালিয়া চরিত্রে বিজু খোটে ১০ হাজার টাকা এবং রহিম চাচার চরিত্রের জন্য এ কে হাঙ্গল পেয়েছিলেন ৮ হাজার টাকা।
advertisement
10/10
টাকাই যে শেষ কথা নয়, তা তাঁদের অভিনয়ই বলে দেয়। না হলে 'শোলে' ইতিহাস তৈরি করতে পারত না ভারতীয় ছায়াছবির জগতে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
শোলে-র বাজেট ছিল ৩ কোটি টাকা, কিন্তু অভিনেতারা কত নিয়েছিলেন? বিশেষ করে জয়ার পারিশ্রমিক শুনলে হাসি পেয়ে যাবে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল