advertisement
1/5

আবারও দুঃসংবাদ শোনাল বলিউড৷ ক্যানসারে আক্রান্ত রাকেশ রোশন৷ মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হৃতিক রোশন জানান এই খবর৷ Photo: Instagram
advertisement
2/5
বাবার সঙ্গে জিম করার ছবি পোস্ট করে হৃতিক লিখেছেন, বাবার গলায় ক্যানসার ধরা পড়েছে৷ আজ অস্ত্রোপচার হবে৷ কিন্তু আজকের দিনেও বাবা জিম মিস করতে চাননি এবং দারুণ মুডে ছিলেন৷ পরিবারে এরকম একজন যোদ্ধা পাওয়া সত্যিই আশীর্বাদ৷
advertisement
3/5
তবে এবার হৃত্বিক রোশন নয়, বরং রাকেশ রোশনের বন্ধু আমোদ মেহরা জানালেন, ঠিক কোন কারণে ক্যানসারে ভুগছেন রাকেশ রোশন ৷
advertisement
4/5
স্পটবয় ওয়েবসাইটে প্রকাশিত এক খবর অনুযায়ী, বন্ধু আমোদ মেহরা জানান, রাকেশ রোশন, একটু বেশিমাত্রায় ধূমপান করেন ৷ দিনে ৫ প্যাকেটও সিগারেটে খান তিনি ৷ সবাই রাকেশকে বাধা দিতেন, কিন্তু উনি কথাই শুনতেন না ৷
advertisement
5/5
আমোদ মেহরা আরও বলেন, তবে ভগবানের কাছে প্রার্থনা করি তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ৷