Shehnaaz Gill Trolled: প্যান্টের চেন খোলা! খেয়াল না করেই ছুটলেন শেহনাজ গিল! তুমুল সমালোচনা
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Shehnaaz Gill Trolled: কী কাণ্ড! সত্যিই কী নায়িকা ভুলে গেলেন? তাঁকে 'সস্তার উরফি' বললেন নেট-নাগরিকরা! জানুন কী ঘটছে
advertisement
1/8

শেহনাজ গিল! বলিউডের চর্চিত নায়িকা তিনি! তাঁকে পাঞ্জাবের ক্যাটরিনা কাইফও বলা হয়! শেহনাজ তাঁর মিষ্টি স্বভাবের জন্য মানুষের খুব প্রিয়! photo source Instagram
advertisement
2/8
নেটিজেনরা সব সময় শেহনাজের প্রশংসা করেন। শেহনাজের সোশ্যাল মাধ্যমের যেকোনও পোস্টেই থাকে ভালবাসায় ভরা! photo source Instagram
advertisement
3/8
তবে এবার সব একেবারে তালগোল পাকিয়ে গেল! মিষ্টি শেহনাজকে নিয়ে নেট মাধ্যমে শুরু হয়েছে তুমুল চর্চা!
advertisement
4/8
এই চর্চার কারণ শেহনাজের পোশাক! সম্প্রতি সিডনিতে বেড়াতে গিয়েছেন নায়িকা!
advertisement
5/8
সেখান থেকে কালো সুইমস্যুট ও নীল শর্ট প্যান্টে ছবি পোস্ট করেছেন নায়িকা!
advertisement
6/8
সমুদ্রের ধারে ছুটে বেড়াচ্ছেন শেহনাজ! কী এমন আছে এই পোশাকে যে এত চর্চা? শেহনাজ যে শর্ট প্যান্টটি পরেছেন তার জিপ অর্থাৎ চেইনটা খোলা। আর তা নিয়েই শুরু সমালোচনা!
advertisement
7/8
শেহনাজ সুইমস্যুটের ওপরে এই শর্টটি পরেছেন। তাঁকে যথেষ্ট ভাল লাগছে। তবে নেটিজেনদের এই পোশাক পছন্দ হয়নি।
advertisement
8/8
তাঁকে নেটমাধ্যমে বেশ কিছু নেটিজেন লেখেন, এতো 'সস্তার উরফি'! উরফি জাভেদ অদ্ভুত পোশাক পরে সব সময় চর্চায় থাকেন। এবার উরফির সঙ্গেই শেহনাজের তুলনা করলেন নাট নাগরিকরা!