Shehnaaz Gill: সিদ্ধার্থ আমাকে সবসময় হাসিখুশি দেখতে চাইতেন : শেহনাজ গিল
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Shehnaaz Gill: “সিদ্ধার্থ আমাকে সব সময় হাসিখুশি দেখতে চাইতেন।” শেপ অফ ইউ-এর ট্রেলারে এ কথাই জানালেন শেহনাজ।
advertisement
1/6

আসন্ন চ্যাট শো-এর ট্রেলার শেয়ার করেছেন শিল্পা শেঠি কুন্দ্রা। নাম শেপ অফ ইউ। ট্রেলারটিতে বিগ বস ১৩ খ্যাত শেহনাজ গিল-সহ বেশ কয়েকজন সেলিব্রিটিও রয়েছেন৷
advertisement
2/6
নিজের সরল এবং মৌলিক ভঙ্গীতে আবারও নজর কেড়েছেন শেহনাজ। বলেছেন, 'ঠুমকা না মারলে আর ফিগার কেন?'
advertisement
3/6
বিগ বস ১৩’র (Bigg Boss 13) সিজনে সবার মন জিতে নিয়েছিলেন অভিনেত্রী শেহনাজ গিল (Shehnaaz Gill)। সিদ্ধার্থ শুক্লা এবং তাঁর জুটি মানুষের ঠোঁটের কোণায় হাসি এনে দিত বারবার। “সিদ্ধার্থ আমাকে সব সময় হাসিখুশি দেখতে চাইতেন।” শেপ অফ ইউ-এর ট্রেলারে এ কথাই জানালেন শেহনাজ।
advertisement
4/6
সিডনাজ জুটি মানুষের মনে কতটা প্রভাব ফেলেছিল তা আর বলার অপেক্ষা রাখে না। সিদ্ধার্থের মৃত্য়ুর পর শেহনাজকে নিয়ে চিন্তায় ছিলেন মানুষ। তবে জীবন তো থেমে থাকে না। আবার স্বাভাবিক জীবনে ফিরছেন শেহনাজ। কিন্তু সিদ্ধার্থের ছায়া তাঁকে ছেড়ে দেয়নি। বারবার মনে করেছেন বন্ধুর কথা।
advertisement
5/6
সিদ্ধার্থের মৃত্যুর পর তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে তিনি এক মাসেরও বেশি সময় ধরে মিডিয়ার আলো থেকে দূরে থেকেছেন। বিগ বস ১৫ গ্র্যান্ড ফিনালেতে আবেগপ্রবণ হয়ে পড়েন শেহনাজ। সলমনও চোখের জল ধরে রাখতে না পেরে শেহনাজকে জড়িয়ে ধরেন।
advertisement
6/6
প্রসঙ্গত শোয়ের ট্রেলারে দেখা গিয়েছে তাঁর বোন শমিতা, সঙ্গীত শিল্পী বাদশা, অভিনেত্রীকে জ্য়াকলিনকেও।