TRENDING:

Sharmila Tagore on Amrita Singh: অমৃতার পাশাপাশি নাতি-নাতনি সারা-ইব্রাহিমকেও হারিয়েছি, সইফের ঘরভাঙা নিয়ে শর্মিলা ঠাকুরের আবেগ

Last Updated:
Sharmila Tagore on Amrita Singh: ছেলের কাণ্ডে মোটেই অত‍্যন্ত কষ্ট পেয়েছিলেন মা শর্মিলা এবং বাবা টাইগার পতৌদি। যদিও এই রাগ বেশিদিন টেকেনি। বৌমাকে সাদরে স্বাগত জানিয়েছিলেন পতৌদি পরিবারে।
advertisement
1/8
শুধু অমৃতা নয়, সারা-ইব্রাহিমকেও হারিয়েছি, সইফের ঘরভাঙা নিয়ে শর্মিলা ঠাকুরের আবেগ
মায়ের অমতে বিয়ে। পতৌদি পরিবারে ঝড় বয়ে গিয়েছিল যে বিয়ে নিয়ে, সেই দাম্পত্য টেকেনি বেশিদিন। সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের বিয়ে, বিচ্ছেদ এখনও বলিউড পাড়ায় চর্চার বিষয়।
advertisement
2/8
সম্প্রতি শর্মিলা ঠাকুর এবং সইফ আলি খান করণ জোহরের শো ‘কফি উইথ করণ’-এ এসে সেই সময়টি নিয়ে মুখ খুললেন। মাত্র ২০ বছর বয়সে নিজের চেয়ে ১২ বছরের বড় অমৃতাকে বিয়ে করেন সইফ।
advertisement
3/8
কিন্তু এই বিয়ে সইফ করেছিলেন বাড়ির কাউকে না জানিয়েই। করণের শো-তে এসে শর্মিলা জানালেন, সইফ বিয়ে করেছেন শুনে তিনি কেঁদে ফেলেছিলেন।
advertisement
4/8
ছেলের কাণ্ডে মোটেই অত‍্যন্ত কষ্ট পেয়েছিলেন মা শর্মিলা এবং বাবা টাইগার পতৌদি। যদিও এই রাগ বেশিদিন টেকেনি। বৌমাকে সাদরে স্বাগত জানিয়েছিলেন পতৌদি পরিবারে।
advertisement
5/8
সইফের অমৃতাকে বিয়ের কথা শুনে কেঁদে কেঁদে ছেলেকে পরামর্শ দিয়েছিলেন, মা-বাবার কাছ থেকে লুকিয়ে কিছু করতে না। তাই যখন পরে অমৃতার সঙ্গে বিচ্ছেদ হয়, সবার আগে মাকে জানান সিদ্ধান্তের ব্যাপারে।
advertisement
6/8
শর্মিলা বলেন, ‘‘তুমি এটা চাইলে আমি তোমার সঙ্গে আছি। কিন্তু এই ডিভোর্স সহজ হবে না কারণ তোমাদের দুই সন্তান রয়েছে। এরকম সময়ে হয়তো একসঙ্গে থাকা যাবে না, কিন্তু বেরিয়ে আসাটা খুবই কঠিন।’’
advertisement
7/8
করণের শো-তে শর্মিলা সেই কথা মনে করে বলেন, ‘‘পরিবারের জন্য কঠিন সময় ছিল। আমরা কেবল অমৃতাকে হারাইনি, সইফের সন্তান সারা এবং ইব্রাহিমকেও হারিয়েছি।’’
advertisement
8/8
প্রথম ডিভোর্সের পরে ২০১২ সালের ১৬ অক্টোবর সইফ আবার বিয়ে করেন। অভিনেত্রী করিনা কাপুরের সঙ্গে এখন তাঁর আরও দুই সন্তান। চার সন্তানের বাবা এখন সবাইকে নিয়ে আনন্দে রয়েছেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Sharmila Tagore on Amrita Singh: অমৃতার পাশাপাশি নাতি-নাতনি সারা-ইব্রাহিমকেও হারিয়েছি, সইফের ঘরভাঙা নিয়ে শর্মিলা ঠাকুরের আবেগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল