TRENDING:

Sharmila Tagore Property: নিজের নামেই গাড়িবাড়ি শর্মিলার, টাইগারও সম্পত্তিতে রাখেননি স্ত্রীর নাম, নবাবদের ঘরের কথা খোলসা ঠাকুরবাড়ির মেয়ের

Last Updated:
Sharmila Tagore Property: কৈশোর থেকেই রোজগার শুরু করেছেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ফলে টাকাপয়সা সংক্রান্ত বিষয় অথবা বৈষয়িক ভাবনাচিন্তা নিয়ে কোনও ধ্যানধারণা ছিল না ঠাকুরবাড়ির ছোট্ট মেয়ের।
advertisement
1/6
নিজের নামে গাড়িবাড়ি শর্মিলার, টাইগারও রাখেননি বউয়ের নাম, বলেন ঠাকুরবাড়ির মেয়ে
Sharmila Tagore: কৈশোর থেকেই রোজগার শুরু করেছেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ফলে টাকাপয়সা সংক্রান্ত বিষয় অথবা বৈষয়িক ভাবনাচিন্তা নিয়ে কোনও ধ্যানধারণা ছিল না ঠাকুরবাড়ির ছোট্ট মেয়ের। তবে পরবর্তীকালে এমনভাবে আত্মস্থ করে নিয়েছিলেন যে কারও সাহায্য লাগেনি।
advertisement
2/6
Sharmila Tagore: সম্প্রতি সম্পত্তি, বৈষয়িক বিষয় নিয়ে মুখ খুলেছেন বর্ষীয়ান অভিনেত্রী। প্রয়াত স্বামী মনসুর আলী খান (টাইগার) পতৌদির সঙ্গে খুব সুন্দর বোঝাপড়া ছিল এই সব বিষয়ে।
advertisement
3/6
Sharmila Tagore: নিজস্ব অর্থ দিয়ে কেনা সম্পদে কেবল নিজেদের নাম রাখতেন তাঁরা। টাকাপয়সা সংক্রান্ত একটি চ্যাট শো-তে বৈষয়িক বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানালেন, তাঁর এবং তাঁঁর স্বামীর মধ্যে কোনও সম্পত্তি ভাগ করা ছিল না।
advertisement
4/6
Sharmila Tagore: বঙ্গতনয়ার কথায়, ‘‘আমি যা কিছু কিনেছি, আমার সম্পত্তি যেমন বাড়ি, গাড়ি বা যে কোনও জিনিসপত্র, গয়না... সব সময়ই আমার নামে, আমার স্বামীর সঙ্গে যৌথ হিসেবে নেওয়া নয়। এবং টাইগারের কাছে যা ছিল তা কেবল তার নামেই ছিল। একটি উইল বানানো ছিল ওর।’’
advertisement
5/6
Sharmila Tagore: শর্মিলার কথায় জানা যায়, তাঁদের অনেক জমিজমা রয়েছে। ধর্মীয় কারণে উইলে বাধা থাকলেও, উত্তরাধিকার নিয়ে অসুবিধা থাকলেও সেগুলিকে কারও কারও দায়িত্বে দেওয়ার দরকার ছিল। তিন ছেলে-মেয়ে, সইফ আলি খান, সাবা আলি খান এবং সোহা আলি খানের মধ্যে সবকিছু ভাগাভাগি করে দেওয়া হয়েছে।
advertisement
6/6
Sharmila Tagore: অভিনেতা বলেন, তিনি তাঁর আর্থিক পোর্টফোলিও সম্পর্কে অনেক পরে সচেতন হয়েছিলেন। এর আগে তিনি কখনও এতে সক্রিয় ভূমিকা নেননি। মহামারী চলাকালীনই তিনি আসলে বিষয়গুলি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Sharmila Tagore Property: নিজের নামেই গাড়িবাড়ি শর্মিলার, টাইগারও সম্পত্তিতে রাখেননি স্ত্রীর নাম, নবাবদের ঘরের কথা খোলসা ঠাকুরবাড়ির মেয়ের
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল