TRENDING:

Sharmila Tagore-Mansoor Pataudi: 'বাবা সেভাবে টাকা পেত না,সংসার চালাতে হত মাকেই', কীভাবে চলত শর্মিলা-পতৌদির ঘর-বাড়ি? মুখ খুললেন মেয়ে সোহা

Last Updated:
সদ্য একটি সাক্ষাৎকারে নিজের পরিবার নিয়ে মুখ খুললেন শর্মিলা-মনসুর আলি পতৌদির মেয়ে বলিউড অভিনেত্রী সোহা আলি খান। তিনি জানান, সংসারের মূল রোজগেরে ছিলেন মা শর্মিলা ঠাকুরই
advertisement
1/6
'বাবা সেভাবে টাকা পেত না,সংসার চালাতে হত মাকেই', কীভাবে চলত শর্মিলা-পতৌদির ঘর-বাড়ি?
মনসুর আলি পাতৌদি কিংবদন্তী তারকা ক্রিকেটার ছিলেন ঠিকই, কিন্তু সংসার চালাতে হত তাঁর স্ত্রী শর্মিলা ঠাকুরকেই! পাতৌদি মনের সুখে ক্রিকেট খেলে বেরাতেন, সংসার চালানোর সমস্ত টাকা যোগাড় করতে হত শর্মিলাকেই! সদ্য একটি সাক্ষাৎকারে নিজের পরিবার নিয়ে মুখ খুললেন শর্মিলা-মনসুর আলি পতৌদির মেয়ে বলিউড অভিনেত্রী সোহা আলি খান। তিনি জানান, সংসারের মূল রোজগেরে ছিলেন মা শর্মিলা ঠাকুরই।Image Courtesy: News18
advertisement
2/6
সম্প্রতি 'জাস্ট টু ফিলমি' শোয়ে এসে সোহা জানান, বাবা মনসুর আলি পতৌদি নবাব ছিলেন, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন, কিন্তু ক্রিকেট খেলে জীবিকা নির্বাহ করতেন না। সোহার ভাষায়, ''বাবা ভালবেসে ক্রিকেট খেলতেন। যখন আমি জন্মাই, বাবা ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু তাও শুধুমাত্র ক্রিকেটকে ভালবেসে খেলতেন।''Image Courtesy: News18
advertisement
3/6
সাক্ষাৎকারে সোহা বলেন, ১৯৬০-এর দশকে যখন মনসুর আলি পতৌদি খেলতেন, সেই সময় ক্রিকেটে কোনও টাকা ছিল না। আজকের দিনের মতো ক্রিকেট খেলে বিপুল টাকা কামানো যেত না। সেই সময় আইপিএল ছিল না, কোনও বিজ্ঞাপন বা এন্ডোর্সমেন্ট থেকে রোজগারের সুযোগও ছিল না। কিছুই ছিল না।
advertisement
4/6
অন্যদিকে, মা শর্মিলা ঠাকুর তখন হিন্দি আর বাংলা ছবিতে দাপিয়ে অভিনয় করছেন। কেরিয়ার, সংসার, সন্তান...সবকিছু সামলাচ্ছেন দক্ষতার সঙ্গে। সংসারের সব খরচাও টানতে হত শর্মিলাকেই। বাবা নবাব ও ক্রিকেটার হলেও, মা-ই ছিলেন সংসারের প্রধান রোজগেরে। তাঁর টাকাতেই সংসার চলত। Image Courtesy: News18
advertisement
5/6
সোহা আলি খান জানান, '' বাবা সবসময় মায়ের পাশে ছিলেন। সবসময় মাকে বলতেন, তোমার যা করতে ভাল লাগবে, সেটাই করবে। সমাজ কী বলছে, ভাববে না। আর বাবার এই গুণটাই আমার সবচেয়ে পছন্দের ছিল। তাই বাবাকে সারাজীবন রোল মডেল মানব।'' Image Courtesy: News18
advertisement
6/6
সোহা আলি খান বলেন, '' যখন মা-বাবার বিয়ে হয়, তখন মায়ের ২৪ বছর বয়স। সাধারণত এত অল্প বয়সে নায়িকাদের বিয়ে হত না। সংসার ,অভিনয় একই সঙ্গে ব্যালান্স করা খুব কঠিন ছিল। কিন্তু মা সবটা পেরেছে, সাফল্যের সঙ্গে। বিয়ের দু'বছরের মধ্যেই দাদার জন্ম হয়। অনেকেই মনে করেছিল, এবার হয়তো মায়ের কেরিয়ার ধসে যাবে, কিন্তু মা নিন্দুকেদের বুড়ো আঙুল দেখিয়ে সেই সময়ে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন।''Image Courtesy: News18
বাংলা খবর/ছবি/বিনোদন/
Sharmila Tagore-Mansoor Pataudi: 'বাবা সেভাবে টাকা পেত না,সংসার চালাতে হত মাকেই', কীভাবে চলত শর্মিলা-পতৌদির ঘর-বাড়ি? মুখ খুললেন মেয়ে সোহা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল