Sharmila Tagore Birthday Celebration: ৮১ বছরে কাশ্মীর কি কলি! ২টি কেক কেটে জন্মদিন পালন শর্মিলা ঠাকুরের, পাশে থাকলেন সোহা-সইফ
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
দিল্লির বাড়িতে সকলকে একসঙ্গে পেয়ে আপ্লুত ছিলেন শর্মিলাও৷ তবে পাশে থাকতে পারেননি মেয়ে সাবা ও বউমা করিনা৷ ছিলেন সোহা, সইফ এবং নাতনি সারা আলি খান৷
advertisement
1/6

তিনি সুন্দরী, বয়সের সঙ্গে আরও বেড়েছে তাঁর মাধুর্য৷ ৮১-তে পা দিলেন শর্মিলা ঠাকুর৷ পরিবারের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন কাশ্মীর কি কলি৷
advertisement
2/6
এবার দিল্লিতে হল শর্মিলার জন্মদিনের উদযাপন৷ তিনি মূলত দিল্লিতেই থাকেন৷ তবে পরিবারের সকলেই কর্মসূত্রে থাকেন মুম্বই৷ তাই আম্মার জন্মদিনে সকলে উড়ে এসেছিলেন দিল্লি৷
advertisement
3/6
দিল্লির বাড়িতে সকলকে একসঙ্গে পেয়ে আপ্লুত ছিলেন শর্মিলাও৷ তবে পাশে থাকতে পারেননি মেয়ে সাবা ও বউমা করিনা৷ ছিলেন সোহা, সইফ এবং নাতনি সারা আলি খান৷
advertisement
4/6
বাড়িতেই কাটা হল ২টি কেক৷ একটি চকোলেট এবং একটি ভ্যানিলা৷ এরপর নাতনি ইনায়ার হাতে তৈরি কার্ড পরেন শর্মিলা৷
advertisement
5/6
সম্ভবত রাতে ছিল বাইরে পার্টি৷ রাজকীয় হোটেলে পরিবার ও বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন শর্মিলা৷ একেবারে জাঁকজমকহীন ভাবে নিজের লোকেদের সঙ্গে ভাল সময় কাটালেন ভারতীয় ছবির অন্যতম সেরা নায়িকা৷
advertisement
6/6
সম্প্রতি ১৪ বছর পরের সিনেমায় কামব্যাক করেছেন শর্মিলা৷ বাংলা ছবি দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন৷ ১৪ বছর পর আবার সেই বাংলা ছবি দিয়েই কেরিয়ারে ফিরে আসেন শর্মিলা৷ ছবিতে স্মৃতিভ্রংশে ভোগা এক মাতৃতুল্য চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁর মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন৷ ছবিটি প্রসংশিত হয়েছে৷