Sharmila Tagore Battled Cancer: বলিউডের 'স্বপ্নো কি রানি' শর্মিলা ঠাকুর ক্যানসারে আক্রান্ত হয়ে নিঃশব্দে লড়েছেন, কেউ টেরই পায়নি! এখন কেমন আছেন তিনি?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Sharmila Tagore Battled Cancer: ক্যানসারে আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা নিয়ে বলিউডের 'স্বপ্নো কি রানি' প্রথমবার মুখ খুলেছিলেন করণ জোহরের 'কফি উইথ করণ'-শো-তে, গত ২০২৩ সালে।
advertisement
1/9

নিঃশব্দেই মারণরোগের সঙ্গে লড়ে গিয়েছেন শর্মিলা ঠাকুর। প্রথমবার ক্যানসারে আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা নিয়ে বলিউডের 'স্বপ্নো কি রানি' মুখ খুলেছিলেন করণ জোহরের 'কফি উইথ করণ'-শো-তে, গত ২০২৩ সালে।
advertisement
2/9
আসলে শর্মিলা ছক ভাঙতে আগাগোড়াই ভালবেসেছেন। ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত ক্ষেত্রের দৃষ্টান্তমূলক সব সিদ্ধান্ত, রাখঢাক করেননি কোনও কিছুতেই। তবে জীবনের এক বড় লড়াইয়ের আখ্যান সন্তর্পণে আড়়ালে রেখেছিলেন তিনি।
advertisement
3/9
গত বছর মুক্তি পেয়েছিল করণ জোহর প্রযোজিত ও পরিচালিত ছবি 'রকি অওর রানি কি প্রেমকাহানি' ছবিটি। সেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া ভাট ও রণবীর সিং। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় শাবানা আজমি, ধর্মেন্দ্র, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায়চৌধুরীকে।
advertisement
4/9
তবে সেই 'কফি উইথ করণ'শো-এ করণ জানান, শাবানার চরিত্র যামিনীর জন্য নাকি তাঁর প্রথম পছন্দ ছিলেন শর্মিলা ঠাকুর। তবে সেই সময় শারীরিক অসুস্থতার কারণে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। ছেলে সইফ আলি খানের সঙ্গে কফি-আড্ডায় এসে সেখানেই ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কথা খোলসা করেন শর্মিলা নিজেই।
advertisement
5/9
এর আগে জনসমক্ষে কখনও তা নিয়ে কথা বলেননি বলিউডের বর্ষীয়ান নায়িকা। কফি-আড্ডায় সেদিন করণ বলেন, ''আমি আমার ছবি রকি অউর রানির জন্য প্রথমে শর্মিলাজির কাছেই গিয়েছিলাম। তখন অসুস্থতার কারণে তিনি আমার ছবির জন্য সায় দেননি। তার পর ওই চরিত্রেই শাবানাজি অভিনয় করেন। কিন্তু ওই আফসোসটা আমার থেকে গিয়েছে।''
advertisement
6/9
করণের কথার রেশ ধরে শর্মিলা বলেন, ''কোভিডের সময় ছিল ওটা। তখনও ভ্যাকসিন নিয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। আমরা নিজেরাও ভ্যাকসিন পাইনি। ক্যানসার নিয়ে আমার যা অভিজ্ঞতা, তার পরে চিকিৎসকেরা চাননি যে, আমি ওই ঝুঁকিটা আর নিই।''
advertisement
7/9
শর্মিলার কথা থেকেই স্পষ্ট, ক্যানসারের সঙ্গে লড়াই করার পরেও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে যথেষ্ট সাবধানে থাকতে হয়েছে তাঁকে।
advertisement
8/9
জীবনের কঠিন অধ্যায় নিয়ে যদিও আর খুব বেশি খোলসা করেননি বর্ষীয়ান অভিনেত্রী। থেমে গিয়েছিলেন এটুকু জানিয়েই। ক্যানসারকে হারিয়ে ফের মূল স্রোতে ফিরে আসেন শর্মিলা। আপাতত চুটিয়ে কাজও করছেন তিনি।
advertisement
9/9
গত ৮ ডিসেম্বর, শর্মিলা ঠাকুরের জন্মদিনে শুরু হয়েছে বাংলা ছবি ‘পুরাতন’-এর শ্যুটিং। প্রায় ১৪ বছর পর ফের বাংলা সিনেমায় অভিনয় করছেন শর্মিলা ঠাকুর। বাংলার পরিচালক সুমন ঘোষের নতুন সিনেমা ‘পুরাতন’-এ অভিনয় করেছেন শর্মিলা। ছবিটি প্রযোজনার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।