Sharib Hashmi: আমি 'ফ্যামিলি ম্যান'-এ সুযোগ পেলাম, আর ক্যানসারে স্ত্রীর মুখই বদলে গেল, এ যেন...: শারিব
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Sharib Hashmi: শারিবের স্ত্রী ২০১৮ সালে মুখের ক্যানসারে আক্রান্ত হন। শরীর ধসে যায়, মুখের আকৃতি পরিবর্তন হয়ে যায়। অস্ত্রোপচার হয়। আর ঠিক তার পরেই 'ফ্যামিলি ম্যান'-এর মতো ওয়েবসিরিজে বড় সুযোগ পান শারিব।
advertisement
1/8

'ফ্যামিলি ম্যান', 'অসুর', 'টারলা', ২০১৮ সালের পর থেকে কেরিয়ারের মোড় ঘোরা শুরু। পেশাগত দিক থেকে যখন মধ্যগগনে, সেই সময়েই ব্যক্তিজীবন প্রায় ছারখার।
advertisement
2/8
অভিনেতা শারিব হাশমির জীবন যেন কোনও 'দৈব রহস্য'। অন্তত তিনি ওই সময়টাকে এইভাবেই ব্যাখ্যা করতে চান।
advertisement
3/8
শারিবের স্ত্রী ২০১৮ সালে মুখের ক্যানসারে আক্রান্ত হন। শরীর ধসে যায়, মুখের আকৃতি পরিবর্তন হয়ে যায়। অস্ত্রোপচার হয়। আর ঠিক তার পরেই 'ফ্যামিলি ম্যান'-এর মতো ওয়েবসিরিজে বড় সুযোগ পান শারিব।
advertisement
4/8
সম্প্রতি এক সাক্ষাৎকারে শারিব বলেন, "হয়তো এভাবেই আমাদের পরিবারের পরিস্থিতির সমতা বজায় রাখার চেষ্টা করা হয়েছিল। একইসঙ্গে খারাপ এবং ভাল ঘটনা।"
advertisement
5/8
শারিব জানালেন, মোট চারবার অস্ত্রোপচার হয় স্ত্রী নাসরিনের শরীরে। প্রতিবারই চারদিনের মাথায় লড়াই করে ফিরে এসেছেন নাসরিন। এমন মনের জোর বিরল।
advertisement
6/8
শারিবের স্ত্রী প্রথম সন্তান জন্মের পরেই চাকরি ছেড়ে দেন। স্বামীর অভিনয়ের শখের কারণে তিনি আত্মত্যাগ করেন।
advertisement
7/8
তার পর চরম স্ট্রাগলের সময়ে যখন তাঁদের হাতে আর টাকাপয়সা ছিল না, নাসরিনই আবার পরিবারের জন্য চাকরি করতে শুরু করেন। স্ত্রীর সর্বক্ষণের এই সমর্থনের জন্য কৃতজ্ঞ শারিব।
advertisement
8/8
শারিবের কথায় জানা গেল, পরিবারের উপর দিয়ে এতগুলো ঝড় বয়ে গিয়েছে যে তাঁদের দুই সন্তান খুব তাড়াতাড়ি ছোট বয়সেই পরিণত হয়ে গিয়েছে।