TRENDING:

Shantanu Maheshwari-Alia Bhatt: পর্দায় 'গঙ্গুবাই' আলিয়ার সঙ্গে প্রেম ! সঞ্জয়লীলা বনশালির ছবিতে কলকাতার ছেলে শান্তনু!

Last Updated:
Shantanu Maheshwari-Alia Bhatt:সঞ্জয়লীলা বনশালির ছবিতে এবার মাতাবেন কলকাতার ছেলে শান্তনু।
advertisement
1/5
পর্দায় 'গঙ্গুবাই' আলিয়ার সঙ্গে প্রেম ! সঞ্জয়লীলা বনশালির ছবিতে কলকাতার ছেলে !
শান্তনু মাহেশ্বরী। তাঁকে দেখা যাবে সঞ্জয়লীলা বনশালির ছবি 'গঙ্গুবাই'তে। এই ছবিতে তিনি আলিয়ার প্রেমিকের চরিত্রে অভনয় করবেন। ট্রেলারে দেখা গিয়েছে রামনিক লালের চরিত্রে অভিনয় করছেন তিনি। সেখান থেকেই গঙ্গুবাইয়ের সঙ্গে তাঁর প্রেম জমে উঠবে। মুক্তি পেয়েছে গানও। পর্দায় এই জুটিকে দেখার জন্য অপেক্ষায় দর্শক। photo source collected
advertisement
2/5
কিন্তু কে এই শান্তনু? জানেন কী কলকাতার ছেলে তিনি। ২০১২ সালে যখন আলিয়ার প্রথম ছবি মুক্তি পায়। সে সময়ে ধারাবাহিকে অভিনয় করছিলেন শান্তনু। photo source collected
advertisement
3/5
১৯৯১ সালে জন্ম শান্তনুর। কলকাতাতেই পড়াশুনো। কিন্তু এর পর উচ্চশিক্ষার জন্য মুম্বই যান তিনি সেখানেই এর পর নিজের অভিনয় কেরিয়ারের শুরু করেন তিনি। photo source collected
advertisement
4/5
মাত্র ১০ বছর বয়সে নাচের রিয়্যালিটি শো ‘কেয়া মস্তি কেয়া ধুম’-এ অংশ নেন শান্তনু। পরের বছর প্রতিযোগী হয়েছিলেন ‘বুগি উগি’তেও। শান্তনুর বয়স যখন ১৭ তখন বাংলা টেলিভিশনের নাচের রিয়্যালিটি শো-এ প্রতিযোগী হয়েছিলেন তিনি। এর পরেই 'দিল দোস্তি নাচ' ধারাবাহিকে অভিনয়। এই ধারাবাহিকের মূল বিষয় ছিল নাচ। তাই প্রথমেই বাজি মাত করেন শান্তনু।photo source collected
advertisement
5/5
শান্তুনুর একটি নাচের দলও আছে। নাম ‘দেশি হুপার্স’। ২০১৫ সালে তারা লস অ্যাঞ্জলসে আয়োজিত আন্তর্জাতিক নাচের প্রতিযোগিতায় চ্যাম্পিয়নও হন। নাচের কোরিওগ্রাফি করতেও দেখা যায় তাঁকে। তবে আলিয়ার সঙ্গে শান্তনুর এই ব্রেক যে দারুণ কিছু বদলে দেবে নায়কের জীবনে, সে কথা হলফ করে বলা যায়। photo source collected
বাংলা খবর/ছবি/বিনোদন/
Shantanu Maheshwari-Alia Bhatt: পর্দায় 'গঙ্গুবাই' আলিয়ার সঙ্গে প্রেম ! সঞ্জয়লীলা বনশালির ছবিতে কলকাতার ছেলে শান্তনু!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল