Shanaya Kapoor : জিমওয়্যারে টানটান চেহারা শানায়া কাপুরের! জিমে কেমন সময় কাটান স্টার-কিড
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Shanaya Kapoor: বর্তমান প্রজন্মের স্টারকিডদের মধ্যে চর্চিত নাম শানায়া কাপুর । অভিনেতা সঞ্জয় কাপুরের কন্যা এই পোশাকে সোশ্যালে পারদ চড়ালেন।
advertisement
1/10

বর্তমান প্রজন্মের স্টারকিডদের মধ্যে চর্চিত নাম শানায়া কাপুর (Shanaya Kapoor)। অভিনেতা সঞ্জয় কাপুরের কন্যা এই পোশাকে সোশ্যালে পারদ চড়ালেন।
advertisement
2/10
প্যান্টের সঙ্গে রেসার ব্যাক স্পোর্টস ব্রা। ফিটনেস নিয়ে সচেতন শানায়া।
advertisement
3/10
কো অর্ড সেটে স্পষ্ট শানায়া কাপুরের চেহারার কার্ভ। নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে প্রায়ই নজর কাড়েন শানায়া।
advertisement
4/10
হলুদ জিমওয়্য়ারে উজ্জ্বল লুক শানায়া কাপুর। চেহারায় মেদের চিহ্ন মাত্র নেই।
advertisement
5/10
এখন থেকেই ফ্যাশনিস্তা শানায়া কাপুর। সাদা ও ছাই রঙা অ্যাক্টিভওয়্যারে পারদ চড়াচ্ছেন অভিনেত্রী।
advertisement
6/10
গ্রে শর্টসের সঙ্গে সাদা স্পোর্টস ব্রা। জিমে অনেকটাই সময় কাটে শানায়া কাপুর।
advertisement
7/10
বেজ রঙের প্যান্টের সঙ্গে ব্রাউন স্প্যাঙেটি টপ। উষ্ণতা চড়াচ্ছেন শানায়া কাপুর।
advertisement
8/10
ডেনিম শর্টসের সঙ্গে ব্রালেট। নির্মেদ টোনড লেগ শানায়ার নজর কাড়ছে।
advertisement
9/10
রিপড ডেনিম প্যান্টের সঙ্গে সাদা ক্রপ টপ। শানায়ার চেহারার কার্ভ স্পষ্ট।
advertisement
10/10
স্মাইলি হুডিতে মিষ্টি লুক শানায়া কাপুরের।