TRENDING:

বন্ধুর বাড়ির বিয়েতে গিয়ে নিজের বিয়ের সম্বন্ধ হয়েছিল পাকা; সেই কাহিনিই শোনালেন ‘Fabulous Lives Vs Bollywood Wives’-এর শালিনী পাসি

Last Updated:
Shalini Passi Says Husband Sanjay's Family 'Gatecrashed' A Wedding To Meet Her: যেখানে তাঁর পাশাপাশি দেখা গিয়েছে ঋদ্ধিমা কাপুর সাহানি, কল্যাণী সাহা চাওলা, মাহিপ কাপুর, নীলম সোনি, ভাবনা পাণ্ডে এবং সীমা সজদেহকে। তবে সুন্দর এবং প্রাণবন্ত ওটিটি ব্যক্তিত্বের কারণে হইচই হচ্ছে শালিনীকে নিয়ে।
advertisement
1/6
বন্ধুর বাড়ির বিয়েতে গিয়ে নিজের বিয়ের সম্বন্ধ হয়েছিল পাকা; শালিনীর কাহিনি
সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন দিল্লির বিশিষ্ট শিল্প বিশেষজ্ঞ শালিনী পাসি (Shalini Passi)। আসলে তাঁকে দেখা গিয়েছে ‘ফ্যাবিউলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস’-এ। যেখানে তাঁর পাশাপাশি দেখা গিয়েছে ঋদ্ধিমা কাপুর সাহানি, কল্যাণী সাহা চাওলা, মাহিপ কাপুর, নীলম সোনি, ভাবনা পাণ্ডে এবং সীমা সজদেহকে। তবে সুন্দর এবং প্রাণবন্ত ওটিটি ব্যক্তিত্বের কারণে হইচই হচ্ছে শালিনীকে নিয়ে। Photo: Instagram
advertisement
2/6
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শালিনী পাসি নিজের ব্যক্তিগত জীবনের বিষয়ে মুখ খুলেছেন। এমনকী কীভাবে স্বামী তথা ব্যবসায়ী সঞ্জয় পাসির সঙ্গে তাঁর আলাপ হয়েছিল, সেই বিষয়টাও তুলে ধরেছেন তিনি। Brut India-র কাছে নিজের প্রেমের কাহিনিও উল্লেখ করেছেন শালিনী। Photo: Instagram
advertisement
3/6
তিনি জানান, বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিলেন। সেখানে একদল মেয়ে তাঁর কাছে এসে জানতে চান যে, তিনি বিবাহিত কি না। এরপর তিনি না বলায় মেয়েদের ওই দলটি যারপরনাই উচ্ছ্বসিত হয়েছিল। Photo: Instagram
advertisement
4/6
এমনকী তাঁরা বলে উঠেছিলেন যে, একদম উপযুক্ত মেয়ে পাওয়া গিয়েছে। স্মৃতিচারণ করে শালিনী বলেন যে, “বন্ধুর বোনের বিয়েতে মেয়েদের একটা দল আমার কাছে এসে প্রশ্ন করেছিল, আমি বিবাহিত কি না! ওরা এ-ও জানতে চেয়েছিল যে, আমার বাবা-মা মেহেন্দি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন কি না! আমি বলেছিলাম, না আমার মা-বাবা সন্ধ্যায় আসবেন। এরপর মেয়েগুলি চলে যায় এবং তাদের মা-কে গিয়ে জানায় যে, সঞ্জয় ভাইয়ার জন্য আমরা সঠিক মেয়ে খুঁজে ফেলেছি। এরপর সন্ধ্যায় আমার স্বামীর পরিবার আমাদের সঙ্গে দেখা করতে আসে। পুরোপুরি দেখেশুনে বিয়ে হয়েছিল আমাদের। কিন্তু আমার স্বামীই এখন আমার সব কিছু।” Photo: Instagram
advertisement
5/6
এরপর নিজের সঙ্গীর মধ্যে কোন কোন গুণ চাইতেন, সেটাও তুলে ধরেছেন শালিনী। তিনি বলে চলেন, “বিয়ে বাড়িতে রীতিমতো নিজেরাই এগিয়ে এসে ওঁরা আলাপ করেছিলেন। আমি বলেছিলাম যে, আমি এমন একজনকে স্বামী হিসেবে চাই, যিনি মদ্যপান কিংবা ধূমপান করেন না। এমনকী জুয়াতেও আমার স্বামীর আসক্তি থাকা চলবে না। আসলে আমি এমন একজনকে পাশে চেয়েছিলাম, যাঁর সঙ্গে আমার সবটা মেলে। আর সঞ্জয় এবং ওঁর পরিবারের সঙ্গে আলাপ পর্বটা সত্যিই দুর্দান্ত ছিল। ওঁরা সত্যিই খুব ভাল মানুষ।” Photo: Instagram
advertisement
6/6
শিল্প সংগ্রহ করাই শালিনীর কাজ। এমনকী সারা বিশ্বে বিভিন্ন শিল্প উৎসবে শিল্পের পৃষ্ঠপোষক হিসেবেও কাজ করেন তিনি। ফলে ডিজাইন এবং ফ্যাশনের বিষয়েও তাঁর জ্ঞান অগাধ। অন্যদিকে আবার তাঁর স্বামী সঞ্জয় হলেন পাস্কো গ্রুপের চেয়ারম্যান। প্রসঙ্গত এই সংস্থাই উত্তর ভারতে টাটা মোটর্সের মূল ডিস্ট্রিবিউটর। ২০০০ সালের দিকে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সঞ্জয়-শালিনী। এই দম্পতির পুত্রসন্তানের নাম রবিন। Photo: Instagram
বাংলা খবর/ছবি/বিনোদন/
বন্ধুর বাড়ির বিয়েতে গিয়ে নিজের বিয়ের সম্বন্ধ হয়েছিল পাকা; সেই কাহিনিই শোনালেন ‘Fabulous Lives Vs Bollywood Wives’-এর শালিনী পাসি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল