TRENDING:

আসমুদ্র হিমাচল কেঁপেছিল তাঁর ক্রূরতায়! মামা এমন হয়, সেই শকুনি মামা আর রইলেন না

Last Updated:
মহাভারতের ‘শকুনি মামা’ আর রইলেন না, প্রয়াত বলিউডের এই বিখ্যাত অভিনেতা , 'মহাভারত'-এ শকুনির চরিত্রে অভিনয় করেছিলেন এবং তিনি এই সিরিয়ালের কাস্টিং ডিরেক্টরও ছিলেন।
advertisement
1/4
আসমুদ্র হিমাচল কেঁপেছিল তাঁর ক্রূরতায়! মামা এমন হয়, সেই শকুনি মামা আর রইলেন না
মুম্বই: বি আর চোপড়ার 'মহাভারত' -এ শকুনি মামা চরিত্রে অভিনয় করে সারা ভারতে অসম্ভব জনপ্রিয় অভিনেতা হয়ে উঠেছিলেন৷  অভিনেতা গুফি পেন্টাল মারা গেছেন। অসুস্থতার কারণে কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সোমবার ৭৯ বছর বয়সে মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফরিদাবাদে হঠাৎই তাঁর  স্বাস্থ্যের অবনতি হয়,  সঠিকভাবে চিকিৎসার জন্য তাঁকে মুম্বইতে নিয়ে যাওয়া হয়। কিন্তু সোমবার  সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
advertisement
2/4
অভিনেতার পরিবার একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আমাদের বাবা মিস্টার গুফি পেন্টাল মারা গেছেন। আজ সকালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গুফি পেন্টাল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ৩১ মে তাঁকে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়।’
advertisement
3/4
গুফি পেন্টাল একজন বিখ্যাত অভিনেতা ছিলেন, যিনি অনেক সিরিয়াল এবং চলচ্চিত্রে উপস্থিত হয়েছেন। তিনি 'দিল্লাগি', দাওয়া, দেশ পরদেশ এবং সম্রাটের মতো ছবিতে অভিনয় করেছেন।
advertisement
4/4
১৯৯৪ সালের 'সুহাগ' ছবিতে অক্ষয় কুমারের মামার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। তবে যে চরিত্রের জন্য তিনি আসমুদ্র হিমাচলে ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন সেটা হল মহাভারত৷ তিনি 'মহাভারত'-এ শকুনির চরিত্রে অভিনয় করেছিলেন এবং তিনি এই সিরিয়ালের কাস্টিং ডিরেক্টরও ছিলেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
আসমুদ্র হিমাচল কেঁপেছিল তাঁর ক্রূরতায়! মামা এমন হয়, সেই শকুনি মামা আর রইলেন না
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল