TRENDING:

Bollywood: শাহরুখের বাবা-মাকে কেউ চিনতেন না ঠিকই, কাকিমা ছিলেন অত্যন্ত জনপ্রিয়, লন্ডন থেকে সায়রা বানুর জন্য পাঠাতেন ওষুধ

Last Updated:
১১ ডিসেম্বর দিলীপ কুমারের ১০২ তম জন্মবার্ষিকী। তাঁকে নিয়ে গল্পের শেষ নেই। এই সময়ের তারকারাও তাঁর নাম শুনলে শ্রদ্ধায় নত হন।
advertisement
1/7
বাবা-মা নয় শাহরুখের কাকিমা ছিলেন জনপ্রিয়,লন্ডন থেকে সায়রার জন্য পাঠাতেন ওষুধ
দিলীপ কুমার। যেন বলিউডের ভীষ্ম। অভিনয় জীবনে ছিলেন ট্রাজেডি কিং। বারবার হেরে গিয়েই দর্শকের মন জিতেছেন তিনি। সূক্ষ অভিনয় শৈলীতে মাত করে দিয়েছেন সমালোচকদের। বাস্তব জীবনেও রাজাই ছিলেন। মেজাজে, জীবনেও।
advertisement
2/7
১১ ডিসেম্বর দিলীপ কুমারের ১০২ তম জন্মবার্ষিকী। তাঁকে নিয়ে গল্পের শেষ নেই। এই সময়ের তারকারাও তাঁর নাম শুনলে শ্রদ্ধায় নত হন। যেমন শাহরুখ খান। বিভিন্ন সাক্ষাৎকারে বারবার ঘুরেফিরে বলেন তাঁর প্রিয় ‘দিলীপ সাহাব’-এর কথা।
advertisement
3/7
২০১৩ সালে ফিল্মফেয়ার-কে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন বলিউডের বাদশা। বলেছিলেন সিনেমার প্রতি তাঁর পরিবারের ভালবাসার কথা। ছোটবেলায় তাঁদের বাড়িতে একটা সাদাকালো টিভি ছিল। সেই টিভিতেই ভিসিআরে মা আর বোনের সিনেমা দেখতেন প্রতিদিন।
advertisement
4/7
শাহরুখের নিজের কথায়, “ভিনীত নামের একজন ছিলেন। চাঁদনী চকে ভিসিআর বিক্রি করতেন। পরে দুটো সিনেমায় অভিনয়ও করেছিলেন। সিনেমার প্রতি ভালবাসা ছিল খুব। সেই সূত্রেই আমাদের আলাপ, বন্ধুত্ব। মায়ের পায়ে সমস্যা ছিল। প্রতি রাতে আমি আর বোন ম্যাসাজ করে দিতাম, তারপর ভিসিআর চালিয়ে সিনেমা দেখতাম। এটাই ছিল আমাদের পারিবারিক রীতি। মায়ের প্রিয় নায়ক ছিলেন বিশ্বজিৎ। মায়ের মতে, ওঁকেই সবচেয়ে সুন্দর দেখতে। আর আমার প্রিয় ছিলেন দিলীপ কুমার। যখনই কোনও নতুন সিনেমা রিলিজ করত, আমি, মা আর বোন মিলে ভিসিআরে দেখতাম।”
advertisement
5/7
দিলীপ কুমারকে খুব ছোট থেকে চিনতেন শাহরুখ। মাঝেমধ্যে তাঁর বাড়িতেও যেতেন। আসলে শাহরুখের বাবা আর দিলীপ কুমার দিল্লির একই পাড়ায় থাকতেন। সেই সূত্রেই আলাপ। শহরুখ বলেন, “বাবা দিলীপ কুমারকে চিনতেন। দিল্লির একই গলিতে থাকতাম আমরা। ছোটবেলায় প্রায়ই তাঁর বাড়িতে যেতাম। সায়রাজির এসব মনে নেই। একসময় আমার কাকিমা লন্ডন থেকে তাঁর জন্য ওষুধ পাঠাতেন।”
advertisement
6/7
যৌবনে দিলীপ কুমারকে শাহরুখের মতো দেখতে ছিল? না কি শাহরুখকে দিলীপ কুমারের মতো? কিং খানের কথায়, “কয়েক বছর পরের কথা। তখন কেতন মেহতার সঙ্গে কাজ করছি। দিলীপ সাহাবের অফিসে গিয়ে দেখি, একটা ছবি। আমি চমকে গেলাম। ‘আরে, এ তো আমি’। দিলীপ সাহাবকে আমার মতো দেখতে লাগছিল, না কি আমাকে দিলীপ সাহাবের মতো! সিনেমার বাইরেও তাঁর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বরাবর। দিলীপ সাহাব এবং সায়রাজি আমাকে নিজের ছেলের মতোই ভালবাসতেন।
advertisement
7/7
দিলীপ কুমারের আসল নাম মহম্মদ ইউসুফ খান। জন্ম পেশোয়ারে। বলিউডে পা রাখার আগে ‘দিলীপ কুমার’ নাম নেন। ১৯৪৪ সালে ‘জোয়ার ভাঁটা’ ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ। সেই ছবিতেও তাঁর নাম ছিল ‘দিলীপ কুমার’।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood: শাহরুখের বাবা-মাকে কেউ চিনতেন না ঠিকই, কাকিমা ছিলেন অত্যন্ত জনপ্রিয়, লন্ডন থেকে সায়রা বানুর জন্য পাঠাতেন ওষুধ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল