Superhit Song of SRK: শাহরুখ খানের সুপারহিট গান, যা গাইতে গাইতে সোনু নিগমের মুখ থেকে রক্তবেরোয়, কাহিনি জানলে স্তব্ধ হয়ে যাবেন
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Superhit Song of SRK: জনপ্রিয় এই গান আজও মুখে মুখে ঘোরে। শাহরুখের সুপারহিট সিনেমায় আলাদা মাত্রা এনে দিয়েছিল সোনুর গাওয়া এই গান। কিন্তু নেপথ্যে কী আছে জানলে চমকে যাবেন!
advertisement
1/11

শাহরুখ খানের সুপারহিট গান, যা গাইতে গাইতে সোনু নিগমের মুখ থেকে রক্তবেরোয়, কাহিনি জানলে স্তব্ধ হয়ে যাবেন...
advertisement
2/11
ইয়ে দিল দিওয়ানা গান: শাহরুখ খানের সুপারহিট গান 'ইয়ে দিল দিওয়ানা'-এর রেকর্ডিংয়েই এই কাণ্ড হয়েছিল! সোনু নিগম কী ভাবে এই গানটির শুটিং করেছেন ,শুনলে অবাক হবেন।
advertisement
3/11
শাহরুখ খানের 'পরদেস' ছবির 'ইয়ে দিল দিওয়ানা' গানটি নিশ্চয়ই শুনেছেন। ৯০-এর দশকে প্রকাশিত এই গানটি এতটাই সুপারহিট হয়েছিল যে এখনও ভক্তদের মুখে মুখে ঘোরে।
advertisement
4/11
এতক্ষণে নিশ্চয়ই বুঝেছেন, কথা হচ্ছে শাহরুখ খানের ব্লকবাস্টার ছবি 'পরদেশ' নিয়ে! সেই ছবিতেই বলিউডে পা রেখেছিলেন নতুন এক তরুণী। শাহরুখের নায়িকা ছিলেন তিনিই।
advertisement
5/11
মেয়েটির নাম মহিমা চৌধুরী। চমৎকার অভিনয় এবং উপস্থিতি দিয়ে প্রথম এসেই উন্মাদনা ছড়িয়েছিলেন মহিমা। প্রথম ছবি দিয়েই রাতারাতি তারকা বনে যান এই অভিনেত্রী।
advertisement
6/11
মহিমার জুটির পাশাপাশি 'পরদেস'-এর গানগুলোও ছিল সুপারহিট। এখনও ভক্তদের 'ইয়ে দিল দিওয়ানা' গুণগুণ করতে দেখা যায়। এই গান গাইতে গায়কের মুখ থেকে রক্ত বেরিয়ে এল...
advertisement
7/11
আসলে শাহরুখ খানের উপর নির্মিত এই গানটি গেয়েছেন বলিউডের সেরা গায়ক সোনু নিগম। শাহরুখের লিপে এই বিখ্যাত গান গেয়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম। গানটি রেকর্ড করতে যখন তিনি স্টুডিওতে পৌঁছান, তখন পরিচালক সুভাষ ঘাই তাঁকে বলেন, সোনু, তোমাকে এত ব্যথা নিয়ে গানটি গাইতে হবে যে তোমার গলা দিয়ে রক্ত বেরোবে।
advertisement
8/11
শাহরুখের লিপে এই বিখ্যাত গান গেয়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম। গানটি রেকর্ড করতে যখন তিনি স্টুডিওতে পৌঁছান, তখন পরিচালক সুভাষ ঘাই তাঁকে বলেন, 'সোনু, তোমাকে এত দরদ দিয়ে গানটি গাইতে হবে যে তোমার গলা দিয়ে রক্ত বেরোতে পারে!'
advertisement
9/11
তার পরে যা ঘটেছিল, তা হল যে সোনু নিগম সুভাষ ঘাইয়ের কথাগুলিকে এত গুরুত্ব সহকারে নিয়েছিলেন যে তিনি এই গানটিকে 'সেরা' করার জন্য নিজের সবটা দিয়ে গেয়েছিলেন।
advertisement
10/11
শুধু তাই নয়, জেনে অবাক হবেন যে সোনু যখন গানটির রেকর্ডিং শেষ করলেন, তখন তাঁর গলা থেকে রক্ত বেরিয়েছিল সত্যিই! সুভাষ ঘাইও তাজ্জব! সোনুর কণ্ঠের জাদুতেই এই গানটিকে শুধু সেই যুগেই নয়, আজও সুপারহিট বলা হয়।
advertisement
11/11
এটি একটি গানের রিয়েলিটি শো-এর মঞ্চে নিজেই জানিয়েছিলেন সুভাষ ঘাই। যেখানে তিনি সোনুর কঠোর পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করেছেন।