TRENDING:

Shah Rukh Khan: শুধু শাহরুখ নন, পর্দায় কেশহীন হয়েছেন এই ৫ তারকা, অভিনেত্রীরাও পিছিয়ে নেই!

Last Updated:
শাহরুখই  কী প্রথম যিনি চরিত্রে খাতিরে ন্যাড়া হয়ে পর্দায় এলেন? না, তাঁর আগেও অনেক অভিনেতা-অভিনেত্রী চরিত্রের জন্য ন্যাড়া হয়েছেন। আবার অনেকে মেকআপের আশ্রয় নিয়েছিলেন। রইল এমনই ৫ অভিনেতা- অভিনেত্রীর নাম।
advertisement
1/6
শুধু শাহরুখ নন, পর্দায় কেশহীন হয়েছেন এই ৫ তারকা, অভিনেত্রীরাও পিছিয়ে নেই!
শাহরুখ খানের ছবি 'জওয়ান'-এর ট্রেলার আসার পর থেকেই ছবিতে তাঁর নতুন লুক হয়ে উঠেছে আলোচনার বিষয়। 'জওয়ান'-এ প্রথমবার পর্দায় চুল ছাড়া দেখা যাচ্ছে শাহরুখ খানকে। কিন্তু শাহরুখই  কী প্রথম যিনি চরিত্রে খাতিরে ন্যাড়া হয়ে পর্দায় এলেন? না, তাঁর আগেও অনেক অভিনেতা-অভিনেত্রী চরিত্রের জন্য ন্যাড়া হয়েছেন। আবার অনেকে মেকআপের আশ্রয় নিয়েছিলেন। রইল এমনই ৫ অভিনেতা- অভিনেত্রীর নাম।
advertisement
2/6
এই তালিকায় প্রথম নাম সঞ্জয় দত্তের। হৃতিক রোশন ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ছবি 'অগ্নিপথ'-এ 'কাঞ্চা চিনা' চরিত্রে দেখা গিয়েছিল। এই ছবিতে তাঁর চরিত্রটি ছিল ন্যাড়া।
advertisement
3/6
আপনাদের নিশ্চয়ই মনে আছে অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন ও বিদ্যা বালানের বিখ্যাত ছবি 'পা'-এর কথা। বলিউডের সেরা চলচ্চিত্রের অন্যতম এই ছবিতে স্বয়ং 'বিগ বি' চেহারাও ছিল চুলবিহীন শিশুর মতো। এই ছবিতে তার অভিনয়ও খুব প্রশংসিত হয়েছিল।
advertisement
4/6
তানভি আজমি বলিউডের অন্যতম নামী প্রবীণ অভিনেত্রী। সঞ্জয় লীলা বানসালির 'বাজিরাও মাস্তানি' ছবিতে বাজিরাওয়ের বিধবা মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তানভি আজমি। নিজের চরিত্রকে আরও জীবন্ত করতে তিনি নিজের মাথা কামিয়েছেন।
advertisement
5/6
শাবানা আজমিও সেই কয়েকজন অভিনেত্রীদের মধ্যে একজন যারা পর্দায় তার প্রতিটি চরিত্রকে জীবন্ত করে তুলেছেন। তিনি দীপা মেহতার সিনেমা 'ওয়াটার'-এর জন্য তার চুল কেটে ফেলেছিলেন, কিন্তু ছবিটি এমনভাবে বিতর্কে জড়িয়ে পড়ে যে এর শ্যুটিং মাঝপথে বন্ধ করে দিতে হয়েছিল এবং অবশেষে অভিনেত্রী ছবিটি থেকে সরে যান।
advertisement
6/6
করণ জোহরের 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে ক্যানসার রোগীর ভূমিকায় অভিনয় করেছিলেন  অনুষ্কা শর্মা। এই চরিত্রে, তিনিও চুল ছাড়া পর্দায় হাজির হয়েছিলেন। তাঁর লুকে দর্শকদের নজর কেড়ে ছিল।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Shah Rukh Khan: শুধু শাহরুখ নন, পর্দায় কেশহীন হয়েছেন এই ৫ তারকা, অভিনেত্রীরাও পিছিয়ে নেই!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল