IPL Auction 2021: নিলামের মঞ্চে শাহরুখ পুত্র আরিয়ান, সোশ্যালে ঝড় তুলল ছবি
- Published by:Subhapam Saha
- news18 bangla
Last Updated:
IPL Auction 2021: এই প্রথম আইপিএলের নিলামে দেখা গেল দুই বলিউড তারকার সন্তানদের৷ কেকেআর-এর টেবিলে ছিলেন শাহরুখ পুত্র আরিয়ান ও জুহি কন্যা জাহ্ণবী৷
advertisement
1/9

গত বুধবার চেন্নাইয়ে আইপিএলের মিনি নিলামের আগে ব্রিফিং সেশনে হাজির ছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান৷ এই প্রথমবার নিলাম অনুষ্ঠানে পাওয়া গেল আরিয়ানকে৷ তাঁর সঙ্গেই ছিলেন জুহি চাওলার মেয়ে জাহ্নবী৷ এই প্রথম আইপিএলের নিলামে দেখা গেল দুই বলিউড তারকার সন্তানদের। ছবি সোশ্যালে আসতেই তুলে দিল ঝড়৷
advertisement
2/9
শাহরুখের ছেলে ও নিজের মেয়েকে এক সঙ্গে নিলাম মঞ্চে দেখে উচ্ছ্বসিত জুহি৷ টিভি থেকে ছবি তুলে ট্যুইট করলেন তিনি৷
advertisement
3/9
কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোরের সঙ্গে জুহি কন্যা জাহ্ণবী
advertisement
4/9
জাহ্নবীকে নিলামের তরুণতম অংশগ্রহণকারী বলা হচ্ছে৷ বুঝে নিচ্ছেন খুঁটিনাটি
advertisement
5/9
ক্যান্ডিড মুহূর্তে ধরা পড়েছেন জাহ্ণবী৷
advertisement
6/9
গতবার দুবাইয়েও বাবার সঙ্গে গ্যালারিতে বসে কেকেআরের ম্যাচ দেখেছেন আরিয়ান৷
advertisement
7/9
প্রথম মরশুম থেকে বাবার সঙ্গে গ্যালারিতে উপস্থিত থাকতে দেখা গিয়েছে আরিয়ানকে৷
advertisement
8/9
শাহরুখের ছেলে আরিয়ান ছোট থেকেই ক্রিকেট এবং কেকেআর বলতে অজ্ঞান৷
advertisement
9/9
আরিয়ান সুযোগ পেলেই নেমে পড়েন মাঠে৷ মুম্বইতে তাঁর ক্রিকেট খেলার ছবি বহুবার এসেছে সামনে