TRENDING:

Shah Rukh Khan Sunny Deol: শাহরুখের উপর রাগে জিন্স ছিঁড়ে ফেলেন সানি, ২০ বছর ধরে তাঁদের কথা বন্ধ! কী হয়েছিল সেদিন?

Last Updated:
Shah Rukh Khan Sunny Deol: প্রায় ২০ বছর হয়ে গেল শাহরুখ খান ও সানি দেওল একে অপরের সঙ্গে কথা বলেন না। কিন্তু কেন?
advertisement
1/9
শাহরুখের উপর রাগে জিন্স ছিঁড়ে ফেলেন সানি, ২০ বছর ধরে তাঁদের কথা বন্ধ! কেন জানুন
এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনি কোনওদিন শাহরুখ খান ও সানি দেওলকে একসঙ্গে দেখেছেন? কখনও কথা বলতে, কোনও অনুষ্ঠানে কোথাও কি তাঁদের একসঙ্গে দেখেছেন? না, দেখেননি। কারণ, প্রায় ২০ বছর হয়ে গেল শাহরুখ খান ও সানি দেওল একে অপরের সঙ্গে কথা বলেন না। কিন্তু কেন?
advertisement
2/9
১৯৯৩ সালের 'ডর' ছবির কথা বললেই, আপনার মাথায় কী আসে? নিঃসন্দেহে এর উত্তর হবে, শাহরুখ খানের 'কিকিকিকি কিরণ' ডায়ালগ! হিরোর কাছে ছবির ভিলেন বেদম মার খাবে, এটাই তো নব্বই-এর দশকের বেশির ভাগ ছবিতে দেখা যেত।
advertisement
3/9
যশ চোপড়া পরিচালিত সাইকোলজিকাল রোম্যান্টিক থ্রিলার ‘ডর’-এও এর অন্যথা হয়নি। ‘দামিনী’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়ে সানি দেওল তখন উচ্চতার শিখরে। আর শাহরুখ তখন নিউকামার।
advertisement
4/9
শোনা যায়, যশ চোপড়া নাকি সানি দেওলকে সরাসরি সুযোগ দিয়েছিলেন নিজের পছন্দের চরিত্র বেছে নেওয়ার। মানে, ডর-ছবিতে সানি নায়ক না ভিলেনের চরিত্রে থাকবেন তা ঠিক করেছিলেন সানি নিজেই। সানির পছন্দ হয়েছিল হিরোর চরিত্র।
advertisement
5/9
বলিউড সূত্রে খবর, ছবিতে ভিলেনের চরিত্রে সুযোগ ছেড়েছিলেন আমির খান ও অজয় দেবগণ। পরে শাহরুখ খান সেই চরিত্রে অভিনয় করে বাজিমাত করেন।
advertisement
6/9
আপ কি আদালতে এসে সানি দেওল বলেছিলেন, ওই ছবিতে একজন কম্যান্ডোর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ভিলেন শাহরুখের সঙ্গে মারামারির দৃশ্যে কীভাবে তাঁকেই কোপানো হবে? তাহলে তো কম্যান্ডোর পারদর্শিতায় প্রশ্ন উঠবে।
advertisement
7/9
এই নিয়ে পরিচালক যশ চোপড়ার সঙ্গে মতবিরোধ হয়েছিল সানির। তবে দৃশ্যে বদল করেননি যশ। শাহরুখ ও যশ চোপড়ার উপর রাগে সেখানেই নিজের জিন্স টেনে ছিঁড়ে ফেলেছিলেন সানি দেওল।
advertisement
8/9
১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল ডর। ছবিতে ছিলেন শাহরুখ-সানি ও জুহি চাওলা। ছবিটি আজও দর্শকের মনে সমান জনপ্রিয়। আর শাহরুখের চরিত্রই সবচেয়ে বেশি চর্চিত। ছবিতে হিরো সানি হলেও, আসল 'হিরো' হতে পেরেছিলেন ভিলেনরূপী শাহরুখই।
advertisement
9/9
প্রায় ২০ বছর সানি দেওল ও শাহরুখ খান একে অপরকে এড়িয়ে চলেন। কথা বন্ধ তাঁদের। কিছুদিন আগে সানির ছেলে করণ দেওলের বিয়েতেও যাননি শাহরুখ বা তাঁর পরিবারের কেউই। দেখা গিয়েছিল সলমান খান ও ইন্ডাস্ট্রির আরও অনেককেই।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Shah Rukh Khan Sunny Deol: শাহরুখের উপর রাগে জিন্স ছিঁড়ে ফেলেন সানি, ২০ বছর ধরে তাঁদের কথা বন্ধ! কী হয়েছিল সেদিন?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল