TRENDING:

Shah Rukh Khan Sister: বিশ্ববিখ্যাত ভাই, কিন্তু কেন আড়ালেই থাকেন শাহরুখের দিদি? চোখে জল আনবে কাহিনি

Last Updated:
Shah Rukh Khan Sister: খান পরিবারের অন্য়ান্য় সদস্য়দের মতো শেহনাজ খুব বেশি জনসমক্ষে আসেন না। যাঁর ভাইয়ের বিশ্বজোড়া খ্য়াতি, সেই শেহনাজের দিন কেন কাটে চার দেওয়ালের ঘেরাটোপে?
advertisement
1/8
বিশ্ববিখ্যাত ভাই, কিন্তু কেন আড়ালেই থাকেন শাহরুখের দিদি? চোখে জল আনবে কাহিনি
পরিবারই তাঁর কাছে সব কিছু। সুযোগ পেলেই সে কথা অনুরাগীদের মনে করিয়ে দেন শাহরুখ খান। অভিনেতার স্ত্রী এবং তিন সন্তানের কথা সকলেরই জানা। নানা সময়ে পাপারাৎজির লেন্সবন্দি হন তাঁরা। উঠে আসেন শিরোনামে। কিন্তু জানেন কি, শাহরুখের নিজের এক দিদিও রয়েছেন। তাঁর নাম শেহনাজ লালারুখ খান।
advertisement
2/8
খান পরিবারের অন্য়ান্য় সদস্য়দের মতো শেহনাজ খুব বেশি জনসমক্ষে আসেন না। আলোকবৃত্ত থেকে দূরেই থাকেন তিনি। যাঁর ভাইয়ের বিশ্বজোড়া খ্য়াতি, সেই শেহনাজের দিন কেন কাটে চার দেওয়ালের ঘেরাটোপে?
advertisement
3/8
বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, তাঁদের মা-বাবার মৃত্য়ু মেনে নিতে পারেননি শেহনাজ। দুই অভিভাবকের অনুপস্থিতি গভীর প্রভাব ফেলেছিল তাঁর মনে।
advertisement
4/8
শাহরুখ বলেন, "ও (শেহনাজ) শুধু তাকিয়েছিল। ও কাঁদেনি। কোনও কথাও বলেনি। পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিল।"
advertisement
5/8
সেই ঘটনার দু'বছর পর্যন্ত শেহনাজ কোনও কথা বলেননি। কাঁদেননি। শুধু শূন্যে চেয়ে থাকতেন তিনি। "ওর পৃথিবীটাই বদলে গিয়েছিল", বলেছিলেন শাহরুখ।
advertisement
6/8
১৯৯৫ সাল। শাহরুখ তখন 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'র শ্যুট নিয়ে ব্য়স্ত। সেই সময়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শেহনাজ। হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে।
advertisement
7/8
চিকিৎসকরা জানিয়েছিলেন, শেহনাজ না-ও বাঁচতে পারেন। কিন্তু হার মানেননি শাহরুখের দিদি। অসুস্থতা কাটিয়ে ফিরে আসেন তিনি।
advertisement
8/8
ব্য়স্ততার মাঝেও দিদির দিকে বিশেষ নজর রাখেন শাহরুখ। মাদক-কাণ্ডে আরিয়ান মুক্তি পাওয়ার পর 'মন্নত'-এ দেখা গিয়েছিল শেহনাজকে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Shah Rukh Khan Sister: বিশ্ববিখ্যাত ভাই, কিন্তু কেন আড়ালেই থাকেন শাহরুখের দিদি? চোখে জল আনবে কাহিনি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল