Shah Rukh Khan Rani Mukerji Vikrant Massey: জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, সঙ্গী রানি-বিক্রান্ত! ছবি দেখে আবেগে ভাসছেন ফ্যানরা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan Rani Mukerji Vikrant Massey: প্রথমবারের জন্য 'শ্রেষ্ঠ অভিনেতা'র জাতীয় পুরস্কার পেলেন বলিউডের 'বাদশা' শাহরুখ খান এবং রানি মুখোপাধ্যায়। একই পুরস্কার পেয়েছেন অভিনেতা বিক্রান্ত মাসেও।
advertisement
1/10

শাহরুখ খানের হাতে প্রথম জাতীয় পুরস্কার। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হল মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে। আর সেখানেই লেখা হল নতুন ইতিহাস।
advertisement
2/10
প্রথমবারের জন্য 'শ্রেষ্ঠ অভিনেতা'র জাতীয় পুরস্কার পেলেন বলিউডের 'বাদশা' শাহরুখ খান এবং রানি মুখোপাধ্যায়। একই পুরস্কার পেয়েছেন অভিনেতা বিক্রান্ত মাসেও।
advertisement
3/10
শাহরুখ কালো স্যুট-সাদা শার্টে, সল্ট-অ্যান্ড-পেপার লুকে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। আগামী ছবি 'কিং'-এর লুকেই এদিন হাজির হয়েছিলেন শাহরুখ।
advertisement
4/10
মঙ্গলবার ৭১তম জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতা হিসেবে কিং খানের হাতে পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
advertisement
5/10
রানিকে দেখা গেল চকোলেট রঙের শাড়ি ও গয়নার সাজে।
advertisement
6/10
‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন রানি মুখোপাধ্যায়ও।
advertisement
7/10
সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’-এর জন্য যৌথভাবে পুরস্কৃত হলেন বিক্রান্ত মাসেও।
advertisement
8/10
বলিউডের ‘রাহুল-টিনা’ জুটির এহেন পুরস্কারপ্রাপ্তি যেন নস্ট্যালজিয়া উসকে দিল।
advertisement
9/10
প্রসঙ্গত, এই মঞ্চেই দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হলেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল।
advertisement
10/10
সেরা হিন্দি ছবির পুরস্কার পেল ‘কাঠাল: আ জ্যাকফ্রুট মিসট্রি’। তিন-তিনটে জাতীয় পুরস্কার টিম ‘শ্যাম বাহাদুর’-এর ঝুলিতে।