Shah Rukh Khan Kajol Relationship: শাহরুখ-কাজল নাকি বিয়ে করার জন্য নিউ ইয়র্কে পালিয়েছিলেন! ধরা পড়ে যান একজনের কাছে, কে জানেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan Kajol Relationship: অফ-স্ক্রিনেও শাহরুখ খান ও কাজলের রসায়ন দেখে অনেকেই বলেন, বড্ড প্রেম দু'জনের। যদিও দুই তারকা অভিনেতাই অন্য কারও সঙ্গে বেঁধেছেন ঘর।
advertisement
1/10

বহু বছর ধরেই শাহরুক খান ও কাজলের সম্পর্ক নিয়ে চর্চা হয়ে আসছে। বলিউডের এই অন-স্ক্রিন সুপারহিট জুটিকে নিয়ে দর্শকের প্রশ্নের শেষ নেই।
advertisement
2/10
অফ-স্ক্রিনেও তাঁদের রসায়ন দেখে অনেকেই বলেন, বড্ড প্রেম দু'জনের। যদিও দুই তারকা অভিনেতাই অন্য কারও সঙ্গে বেঁধেছেন ঘর।
advertisement
3/10
সেই 'বাজিগর' ছবির সময় থেকে আলাপ শাহরুখ-কাজলের। তার পর ধীরে ধীরে তা বন্ধুত্বে পরিণত হয়। তাঁদের বন্ধুত্বের বয়স প্রায় দু’দশকের বেশি। এই লম্বা সময় একসঙ্গে অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন তাঁরা।
advertisement
4/10
দু'জনের সম্পর্ক যে অটুট, এ কথা একাধিক বার জনসমক্ষেই স্বীকার করেছেন দুই তারকা।
advertisement
5/10
একটা সময় ছিল অনেকেই মনে করতেন তাঁরা স্বামী-স্ত্রী। এমনকী, অভিনেতা বরুণ ধাওয়ানও ছোটবেলায় মনে করতেন, কাজলই শাহরুখের স্ত্রী।
advertisement
6/10
দীর্ঘ সময়ের ২০১০ সালে ফের জুটি বাঁধেন তাঁরা। ছবির নাম 'মাই নেম ইজ খান'।
advertisement
7/10
করণ জোহর পরিচালিত সেই ছবির শ্যুটিংয়ে একটা লম্বা সময় আমেরিকায় ছিলেন তাঁরা। সেখানেই একবার ঘটেছিল অদ্ভুত এক কাণ্ড।
advertisement
8/10
ভাইরাল হওয়া একটি পুরনো ভিডিও সূত্রে জানা যায়, একটি ক্যাবে করে কোথাও রওনা দেন শাহরুখ-কাজল। তারকা যুগলকে দেখা মাত্রই ক্যাবের চালক ধরেই নেন, তাঁরা বাস্তবে বিবাহিত।
advertisement
9/10
ওই ড্রাইভার নাকি বলেছিলেন, 'আপনাদের দেখে বিবাহিত বলে মনে হচ্ছে।' এই কথা শুনে রসিক শাহরুখ বলেছিলেন, 'আমরা বিবাহিত নই। কিন্তু পালিয়ে বিয়ে করতে যাচ্ছি।'
advertisement
10/10
শাহরুখের কথা শুনে প্রায় হতবাক কাজল। তবে শাহরুখের এই ধরনের রসকিতায় অভ্যস্ত ছিলেন কাজল। হেসে ফেলতেই সব সত্যি সামনে চলে আসে।