TRENDING:

জন্মদিনের দিন কাজলকে ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ, আসতে দেননি মন্নতে... আসল কারণ জানেন না কেউই

Last Updated:
শেষ বার দিলওয়ালে ছবিতে এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল। ছবিটি হিট না করলেও, তাঁদের রসায়ন নিয়ে আলোচনা হয়েছিল। আর এবার নাকি বহু প্রতীক্ষিত ছবি রকি অর রানি কি প্রেম কাহানি ছবিতে দেখা যাবে এই শাহরুখ কাজল জুটিকে।
advertisement
1/6
জন্মদিনে কাজলকে ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ, আসতে দেননি মন্নতে... আসল কারণ জানেন?
'দিওয়ানা' দিয়েই বলিউডে ডেবিউ করেন কিং খান। শাহরুখ যদি এই ছবিতে কাজ না করতেন তবে তাঁর কেরিয়ার শুরু হয়ে যেত একটানা ফ্লপ ছবি দিয়ে, কারণ 'রাজু বন গয়া জেন্টলম্যান' বাদ দিয়ে অন্য চারটি ছবি '' বক্স অফিসে ফ্লপ করে।
advertisement
2/6
দিল্লি থেকে মুম্বইয়ে এসেছিলেন স্বপ্নপূরণ করতে এসেছিলেন সেদিনের যুবক আর আজ৷ শুধুই মুম্বই বা ভারতই নয় সারা পৃথিবীজুড়েই কিং খানের খ্যাতি রয়েছে ৷
advertisement
3/6
২ নভেম্বর তাঁর জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা ও শুভ কামনায় ভক্তরা ভরিয়ে দেন তাঁকে অগণিত মানুষ কাতারে কাতারে ভিড় করেন মন্নতের সামনে৷
advertisement
4/6
শাহরুখ-কাজলের 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' আজও দর্শকদের কাছে ততটাই প্রিয়। সর্ষে ক্ষেতে দুই প্রেমিকের আলিঙ্গন দেখে আজও আপ্লুত হয়ে যান দর্শকরা। তাঁদের বন্ধুত্ব, তাঁদের জুটি. তাঁদের রসায়ন- সবই বলিউডে সমানভাবে চর্চিত। তবে কাজল কিন্তু একবার প্রত্য়াখ্য়ান করেছিলেন শাহরুখ। তাও তাঁর জন্মদিনেই।
advertisement
5/6
সম্প্রতি নিজের একটি অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন কাজল। তিনি জানান, 'শাহরুখের জন্মদিনের আগে আমি বলেছিলাম ওর বাড়িতে যাব। ওর সঙ্গে দেখা করতে। শাহরুখ জানান, 'অবশ্যই এসো কিন্তু জন্মদিনে নয়। জন্মদিনটা আমায় বাইরে বের হতে হয়, মানুষের সঙ্গে দেখা করতে হয়, দিনটা তাঁদের জন্য় যাঁরা আমায় ভালবাসেন। ' প্রত্যেক বছর জন্মদিনে মন্নতের ব্যালকনি থেকে অনুরাগীদের সঙ্গে দেখা করেন শাহরুখ।
advertisement
6/6
শেষ বার দিলওয়ালে ছবিতে এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল। ছবিটি হিট না করলেও, তাঁদের রসায়ন নিয়ে আলোচনা হয়েছিল। আর এবার নাকি বহু প্রতীক্ষিত ছবি রকি অর রানি কি প্রেম কাহানি ছবিতে দেখা যাবে এই শাহরুখ কাজল জুটিকে। ছবিটিতে মূল নায়ক নায়িকার চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট ও রণবীর সিং। আর এবার শোনা যাচ্ছে, শাহরুখ কাজলকেও নাকি একটি স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে দেখা যাবে এই ছবিতে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
জন্মদিনের দিন কাজলকে ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ, আসতে দেননি মন্নতে... আসল কারণ জানেন না কেউই
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল