Shah Rukh khan: মন্নত ছাড়ছেন শাহরুখ খান, বৌ-বাচ্চা নিয়ে যাচ্ছেন ভাড়াবাড়িতে! কেন-কী হল জানেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Shah Rukh khan: মুম্বইতে শাহরুখ খানের মন্নত শুধু একটি বিলাসী বাসভবন নয়, মন্নত একটি ল্যান্ডমার্ক। এবার সেই মন্নত ছেড়েই বেরিয়ে যাচ্ছেন বলিউড বাদশা।
advertisement
1/9

মুম্বইতে শাহরুখ খানের মন্নত শুধু একটি বিলাসী বাসভবন নয়, মন্নত একটি ল্যান্ডমার্ক। এবার সেই মন্নত ছেড়েই বেরিয়ে যাচ্ছেন বলিউড বাদশা। সপরিবারে যাচ্ছেন ভাড়াবিড়াতে। কিন্তু কেন জানেন?
advertisement
2/9
শাহরুখ খানের বাংলো মন্নত মুম্বইয়ে ঘুরতে যাওয়া পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।
advertisement
3/9
বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের বিপরীতে থাকা এই বাংলোটির বাইরে প্রতিদিন শত শত শাহরুখ-ভক্ত ভিড় জমায়।
advertisement
4/9
চলতি বছরের শেষ দিকে তাঁরা এই বাংলো ছেড়ে একটি অ্যাপার্টমেন্টs থাকতে যাবেন! শুনতে খুব অবাক লাগলেও এটাই সত্যি।
advertisement
5/9
আসলে শাহরুখ খান ও গৌরী খানের বাংলা মন্নতে সংস্কারের কাজ হবে। আর সে কারণেই মন্নত ছেড়ে বেশ কিছুদিন বাইরে থাকতে হবে খান পরিবারকে।
advertisement
6/9
জানা গিয়েছে, মন্নত বেশ কিছুটা বড় করা হবে, আরও বেশ কয়েকটি ফ্লোর যোগ হবে শাহরুখের বাংলোতে। তার জন্য শাহরুখকে আদালতের থেকে অনুমতিও নিতে হয়েছিল। ইতিমধ্যেই কিছুটা কাজ শুরুও হয়ে গিয়েছে।
advertisement
7/9
মন্নত ছেড়ে এখন শাহরুখ খান, স্ত্রী গৌরী এবং সন্তান অর্থাৎ আরিয়ান, সুহানা এবং আব্রামকে নিয়ে বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চার তলায় থাকবেন।
advertisement
8/9
শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট বাসু ভাগনানির ছেলে জ্যাকি ভাগনানি এবং তাঁর মেয়ে দীপশিখা দেশমুখের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ।
advertisement
9/9
অ্যাপার্টমেন্টের চার তলায় কেবল খান পরিবারই থাকবে না, তাঁদের নিরাপত্তাকর্মী এবং পরিচারকরাও থাকবে। এমনকী কিছু অফিসিয়াল কাজও সেখান থেকেই সামলাবেন গৌরী ও শাহরুখ। এই ফ্ল্যাটের জন্য প্রতি মাসে ২৪ লক্ষ টাকা করে ভাড়া দিতে হবে খান পরিবারকে।