TRENDING:

Shah Rukh Khan First Salary: ১০০ টাকাও ছিল না রোজগার! প্রথম সিনেমায় শাহরুখ কত পেয়েছিলেন জানেন?...জানেন এখন সম্পত্তি কত

Last Updated:
শাহরুখ ১৯৬৫ সালের ২ নভেম্বর নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন। কিন্তু, জীবনের প্রথম পাঁচ বছর মামারবাড়ির দাদু-দিদার সঙ্গে কাটিয়েছিলেন ম্যাঙ্গালোরে। পরে তিনি নয়া দিল্লির রাজেন্দ্রনগরে তাঁর বাবা-মায়ের বাড়িতে ফিরে আসেন। ১৯৮৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন৷ পড়াশোনা ছিল সেন্ট কলম্বাস স্কুলে।
advertisement
1/10
১০০ টাকাও ছিল না রোজগার! প্রথম সিনেমায় শাহরুখ কত পেয়েছিলেন, জানেন?
তাঁর একের পর এক সিনেমা করে ১০০০ কোটির ব্যবসা৷ চার বছর একটানা ব্রেক নেওয়ার পরেও পর পর ব্লক বাস্টার৷ তাঁর সিনেমার জন্যই মাল্টিপ্লেক্সের জমানাতেও নতুন করে প্রাণ ফিরে পায় সিঙ্গল স্ক্রিনের সিনেমা হল৷ হলের বাইরে বসে যায় আলুর চিপস আর পপকর্নের স্টল৷ সেই শাহরুখ খানের জীবনে প্রথম পারিশ্রমিক কত ছিল জানেন? প্রথম সিনেমা করে কত টাকা পেয়েছিলেন?
advertisement
2/10
এখনই বা সিনেমা পিছু কত টাকা নেন শাহরুখ? তাঁর মোট সম্পত্তির পরিমাণ শুনলে তো ঘুরে যাবে মাথা৷ কিন্তু, তা সত্ত্বেও শাহরুখের এই জার্নি নিঃসন্দেহেই অনুপ্রেরণা দেয়৷
advertisement
3/10
শাহরুখ ১৯৬৫ সালের ২ নভেম্বর নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন। কিন্তু, জীবনের প্রথম পাঁচ বছর মামারবাড়ির দাদু-দিদার সঙ্গে কাটিয়েছিলেন ম্যাঙ্গালোরে। পরে তিনি নয়া দিল্লির রাজেন্দ্রনগরে তাঁর বাবা-মায়ের বাড়িতে ফিরে আসেন। ১৯৮৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন৷ পড়াশোনা ছিল সেন্ট কলম্বাস স্কুলে।
advertisement
4/10
গ্র্যাজুয়েশনের সময় থেকেই দিল্লির একটি নাট্যদল Theatre Action Group (TAG)-এর সঙ্গে যুক্ত ছিলেন৷ স্নাতক স্তরে পড়াশোনার পরে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশনে মাস্টার ডিগ্রি করেন শাহরুখ৷
advertisement
5/10
একটি সাক্ষাৎকারে শাহরুখ নিজেই জানিয়েছিলেন, প্রথম দিকে তিনি খুব কম টাকার বিনিময়ে কাজ করতেন৷ এমনকি, একসময় তাঁকে সিনেমা হলে টিকিট বিক্রির চাকরিও নিতে হয়েছিল৷ সেই কাজে তিনি পারিশ্রমিক পেতেন মাত্র ৫০ টাকা৷
advertisement
6/10
ছোট পর্দায় ‘ফৌজি’ সিরিয়াল দিয়ে অভিনয়ের শুরু হলেও, বলিউডে শাহরুখ খানের ডেবিউ ফিল্ম ছিল ‘দিওয়ানা’৷ যেখানে ঋষি কপূর এবং দিব্যা ভারতীর সঙ্গে অভিনয় করেছিলেন তিনি৷ একটি পুরনো সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, তিনি ওই সিনেমার জন্য কত টাকা পেয়েছিলেন৷
advertisement
7/10
www.zoomtventertainment.com রিপোর্ট অনুযায়ী, ‘দিওয়ানা’ সিনেমার জন্য শাহরুখকে সাইনিং অ্যামাউন্ট দেওয়া হয়েছিল মাত্র ১১ হাজার টাকা৷ সিনেমার জন্য তিনি মোট পারিশ্রমিক পেয়েছিলেন ৪ লক্ষ টাকা মতো৷ তবে, প্রতিশ্রুতি ছিল সিনেমা ১০০ দিনের বেশি চললে আরও ১ লাখ টাকা পাবেন৷ কিন্তু, সুপার ডুপার হিট হওয়া সত্ত্বেও সেই টাকা তিনি পাননি৷
advertisement
8/10
এখানেই শেষ নয়, ওই সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন রাজু বন গয়া জেন্টিলম্যানের জন্য মাত্র ২৫ হাজার টাকা পেয়েছিলেন তিনি৷
advertisement
9/10
এখন শুনলে অবাক হবেন, সেই শাহরুখ যিনি এক সময় একটি সিনেমার জন্য মাত্র ২৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন, তিনি এখন প্রতি সিনেমা পিছু, ১০০-১৫০ কোটি টাকা নেন৷ ‘পাঠান’ সিনেমার ক্ষেত্রে তিনি লভ্যাংশের ৬০ শতাংশ পারিশ্রমিক নিয়েছিলেন৷
advertisement
10/10
শুধু তাই নয়, বর্তমানে পৃথিবীর চতুর্থতম ধনী অভিনেতা হলেন শাহরুখ৷ বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬,৩০০ কোটি টাকা৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Shah Rukh Khan First Salary: ১০০ টাকাও ছিল না রোজগার! প্রথম সিনেমায় শাহরুখ কত পেয়েছিলেন জানেন?...জানেন এখন সম্পত্তি কত
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল