Shah Rukh Khan Gauri Khan Honeymoon: স্ত্রী গৌরীকে নিয়ে শাহরুখ খান হানিমুনে কোথায় গিয়েছিলেন জানেন? পশ্চিমবঙ্গে! জায়গার নাম শুনলে হা হয়ে যাবেন!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan Gauri Khan Honeymoon: বলিউডের হটেস্ট কাপলের ভালবাসার গল্প বললে ভুল হবে না। শাহরুখ খান এবং গৌরী খান। তাঁদের ভালবাসার গল্প যে কোনও সিনেমার গল্পকেও হার মানাবে।
advertisement
1/12

বলিউডের হটেস্ট কাপলের ভালবাসার গল্প বললে ভুল হবে না। শাহরুখ খান এবং গৌরী খান। তাঁদের ভালবাসার গল্প যে কোনও সিনেমার গল্পকেও হার মানাবে। শাহরুখের পাশাপাশি গৌরী খানও একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। গৌরী নিজে ইন্টেরিয়র ডিজাইন করেন। পাশাপাশি প্রযোজনা সংস্থাও রয়েছে। ব্যবসায়ী গৌরী ফ্যাশনের জগতেও বেশ উজ্জ্বল।
advertisement
2/12
তাঁদের ভালবাসার সূত্রপাতটা ঠিক কী ভাবে জানেন? শাহরুখ খানের বয়স তখন ১৮, গৌরীর ১৪। দিল্লির পঞ্চশিলা ক্লাবে দেখা হয়েছিল তাঁদের।
advertisement
3/12
গৌরীকে একটি ছেলের সঙ্গে নাচতে দেখেন শাহরুখ। ভাল লেগে যায় প্রথম দর্শনেই। গৌরীকে এক সঙ্গে নাচের প্রস্তাব দেন শাহরুখ, গৌরী বলেন, সেটা সম্ভব নয়। কারণ তাঁর প্রেমিক রয়েছেন। গৌরী কিন্তু সে দিন মিথ্যা বলেছিলেন। নিজের দাদাকেই সে দিন প্রেমিক সাজিয়েছিলেন তিনি। আসলে দু’জনেই তো অনেক ছোট তখন। গৌরীর দাদাও শাহরুখকে খানিকটা হুমকির সুরেই বলছিলেন, বোনের থেকে দূরে থাকার জন্য।
advertisement
4/12
প্রথম ডেট নিয়ে শাহরুখ আর গৌরী দু’জনেই এত ভয় পেয়েছিলেন যে, পাঁচ-ছয় মিনিটের বেশি স্থায়ী হয়নি সে গল্প। তবে বলিউডের হিরো কিন্তু নম্বর নিয়েছিলেন গৌরীর বাড়ির। গৌরীকে শাহিন নাম নিয়ে ফোনও করেন। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার পর তখন সিরিয়ালে অভিনয় করছেন শাহরুখ। মা মারা গিয়েছেন। সেই কারণে দিল্লি ফিরতে ইচ্ছেও করত না। মুম্বইয়ে থেকে কাজ করার সিদ্ধান্ত নেন শাহরুখ।
advertisement
5/12
গৌরীকে নিয়ে প্রচণ্ড পজেসিভ ছিলেন শাহরুখ। গৌরী চুল খুলে রাখলে সবাই নাকি তাকিয়ে দেখত। তাতে এসআরকে-র রাগ হত। এই নিয়ে এক বার দু’জনের ঝগড়াও হয়েছিল। যার ফলে একাই বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করেন গৌরী। শাহরুখকে না বলেই চলে যান মুম্বইয়ে।
advertisement
6/12
শাহরুখও পকেটে ১০ হাজার টাকা নিয়ে চলে আসেন গৌরীর মন ভোলাতে। সেই টাকা আবার দিয়েছিলেন গৌরীর মা। কিন্তু গৌরীকে কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না শাহরুখ ও তাঁর বন্ধুরা। আচমকাই সমুদ্রতটে দু’জনের দেখা হয়। দু’জনেই কেঁদে ফেলেন। বুঝতে পারেন ভালবাসার গভীরতা। এর পরেই ঠিক করেন পঞ্জাবি পরিবারের মেয়ে গৌরী ছিব্বড়কে বিয়ে করবেন শাহরুখ খান।
advertisement
7/12
শাহরুখ নাকি গৌরীর পরিবারকে ‘ইমপ্রেস’ করতে প্রথমে সঠিক নামটাও বলেননি। সম্পর্কের প্রায় পাঁচ বছর পর্যন্ত শাহরুখের আসল নাম জানতেন না গৌরীর বাড়ির লোক, সর্বভারতীয় দৈনিকে প্রকাশিত হয়েছিল এমনটাই। ১৯৯১ সালের ২৫ অক্টোবর সাত পাকে বাঁধা পড়লেন তাঁরা। বিয়ের জন্য নিজের স্যুট কেনার পয়সা ছিল না শাহরুখের। ‘রাজু বন গ্যয়া জেন্টলম্যান’ ছবির কস্টিউম ডিজাইনার থেকে স্যুট ভাড়া নিয়েছিলেন তিনি।
advertisement
8/12
বিয়ের ২০-৩০ দিনের মধ্যে হানিমুনে গিয়েছিলেন শাহরুখ খান ও গৌরী। কোথায় গিয়েছিলেন তাঁরা জানেন? এসেছিলেন পশ্চিমবঙ্গে। হ্য়াঁ, ঠিকই পড়ছেন, শাহরুখ-গৌরী তাঁদের হানিমুনে এসেছিলেন বাংলায়।
advertisement
9/12
সেই সময় শাহরুখের কাছে এত টাকা ছিল না, গৌরীও মধ্যবিত্ত পরিবারের মেয়ে। একটি শো-তে শাহরুখ নিজেই তাঁদের হানিমুনের গল্প শেয়ার করেছিলেন। তিনি জানান, বিয়ের পর গৌরীকে তিনি প্যারিস নিয়ে যাবেন কথা দিয়েছিলেন।
advertisement
10/12
কিন্তু সেই সময় টাকা না থাকায় তা হয়নি। বদলে 'রাজু বন গয়া জেন্টলম্যান'-এর শ্যুটিং করতে দার্জিলিং যাওয়ার কথা ঠিক হয় শাহরুখের।
advertisement
11/12
কিং খান মনে মনে ঠিক করে ফেলেন, গৌরীকে প্য়ারিসের নামে দার্জিলিংয়েই নিয়ে যাবেন তিনি। কারণ, গৌরী অত কিছু জানতেনও না জায়গা সম্পর্কে।
advertisement
12/12
শেষ পর্যন্ত দার্জিলিংয়েই হয়েছিল শাহরুখ-গৌরীর হানিমুন। এই সেই হানিমুনের ভাইরাল ছবি।