Shah Rukh Khan: ভাঙা হবে শাহরুখের সাধের হেরিটেজ বাংলো 'মন্নত', কিন্তু কেন? চমকে যাবেন জানলে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan: ছেনি-হাতুড়ির ঘা পড়ার সময় এল শাহরুখ খানের মুম্বইয়ের সাধের হেরিটেজ বাংলো মন্নত-এর গায়ে। কিন্তু কেন?
advertisement
1/8

ছেনি-হাতুড়ির ঘা পড়ার সময় এল শাহরুখ খানের মুম্বইয়ের সাধের হেরিটেজ বাংলো মন্নত-এর গায়ে। কিন্তু কেন?
advertisement
2/8
কারণ, মন্নতকে আরও বড় করে তুলতে চান বলিউডের বাদশা শাহরুখ খান। ইতিমধ্যেই তা নিয়ে মুম্বই প্রশাসনের সঙ্গে কথাও বলেছেন শাহরুখের স্ত্রী গৌরী খান।
advertisement
3/8
ছয়তলা মন্নতে যোগ হবে আরও দু'তলা। তাতে খরচ পড়তে পারে প্রায় ২৫ কোটি টাকা। গত নভেম্বরেই মুম্বই উপকূলীয় পরিচালন সমিতির কাছে অনুমতি চেয়েছিলেন গৌরী।
advertisement
4/8
কারণ, মন্নত মুম্বই শহরের হেরিটেজ স্থাপত্যের মধ্যে পড়ে। সে কারণে বহিরঙ্গে কোনও রদবদল আনতে গেলে প্রয়োজন নগর প্রশাসনের অনুমতি। মাস কয়েক আগে প্রশাসনের কাছে আবেদপত্র জমা দিয়েছিলেন গৌরী। অবশেষে ছাড়পত্র পেলেন তারকা-পত্নী।
advertisement
5/8
২৭ হাজার বর্গফুট জায়গার উপর অবস্থিত মন্নত। বাড়ির মধ্যে মকবুল ফিদা হুসেনের আঁকা ছবি ছাড়াও প্রচুর বহুমূল্য সামগ্রী রয়েছে। মন্নত-এর আনুমানিক মূল্য প্রায় ২০০ কোটি টাকা। বাড়ির ভিতরে জেড পাথরের গণপতি, প্যারিস থেকে আনানো চার ফুট লম্বা এক জোড়া কালো ফুলদানি, রাধাকৃষ্ণের বিশাল ভাস্কর্য-সহ আরও কিছু ঘর সাজানোর জিনিস।
advertisement
6/8
মায়ানগরীর একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এই বাড়ি পর্যটকদের অন্যতম আকর্ষণ তো বটেই।
advertisement
7/8
২০০১ সালে এই বাড়িটি কেনার পর থেকে তিলে তিলে এই বাড়িতে নিজের মনের মতো করে সাজিয়ে তুলেছেন গৌরী খান, গোটাটাই অন্দরমহলে।
advertisement
8/8
১৯১৪ সালে নরিম্যান কে দুবাস তৈরি করেছিলেন এই মন্নত। ২০০১ সালে শাহরুখ খান ও গৌরী খান কেনেন এই বাড়ি। শোনা যায়, সেই সময়ে ততটা আর্থিক সামর্থ ছিল না শাহরুখের। তবে এক প্রযোজকের কাছ থেকে নাকি বাড়ি কেনার জন্য আগাম টাকা নিয়েছিলেন শাহরুখ। সেই টাকা দিয়েই তিনি ও গৌরী বাড়িটি কেনেন।