SRK Death Threat: শাহরুখকে প্রাণে মারার হুমকি! অবশেষে ছত্তিশগড় থেকে পুলিশের জালে অভিযুক্ত! কী তার পরিচয়?
- Published by:Tias Banerjee
- trending desk
Last Updated:
SRK Death Threat: মহম্মদ ফয়জল খান আসলে পেশায় একজন আইনজীবী। মুম্বই পুলিশের সামনে জিজ্ঞাসাবাদে হাজিরা না দেওয়ার কারণে গ্রেফতার করা হয়েছে তাকে।
advertisement
1/8

চলতি মাসের গোড়ার দিকেই প্রাণনাশের হুমকি পেয়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এই ঘটনায় অবশেষে ধরা পড়ল অভিযুক্ত। ছত্তিশগড়ের রায়পুরে নিজের বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে ফয়জল খান নামে ওই ব্যক্তিকে।
advertisement
2/8
এনডিটিভি-র প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, মহম্মদ ফয়জল খান আসলে পেশায় একজন আইনজীবী। মুম্বই পুলিশের সামনে জিজ্ঞাসাবাদে হাজিরা না দেওয়ার কারণে গ্রেফতার করা হয়েছে তাকে। এর আগে ফয়জল দাবি করেছিল যে, প্রাণনাশের হুমকি দেওয়ার জন্য যে ফোনটা সে ব্যবহার করছিল, সেটা হারিয়ে গিয়েছে।
advertisement
3/8
গত সপ্তাহে মুম্বই পুলিশ জানিয়েছে যে, এক ব্যক্তি তাদের ফোন করেছিল। আর শাহরুখ খানের প্রাণনাশের হুমকি দিয়েছিল। সে দাবি করেছিল যে, সে শাহরুখ খানের বাসভবন মন্নতের বাইরে দাঁড়িয়ে এই ফোন কলটি করেছে। সেই সময় News18-এর তরফে জানানো হয়েছিল যে, অভিযুক্ত আদতে ছত্তিশগড়ের রায়পুরের বাসিন্দা।
advertisement
4/8
সূত্রের তরফে দাবি করা হয়েছে যে, তদন্ত করার জন্য রায়পুর পৌঁছেছিল মুম্বই পুলিশের একটি দল। সূত্র আরও জানিয়েছিল যে, অভিনেতা শাহরুখ খানের প্রাণনাশের হুমকি দিয়ে ফোন এসেছিল বান্দ্রা থানায়। সেই সঙ্গে ওই ব্যক্তি ৫০ লক্ষ টাকাও দাবি করেছিল।
advertisement
5/8
পুলিশের মতে, কলার বলেছিল যে, “মন্নত ব্যান্ডস্ট্যান্ড থেকে আমি শাহরুখ খানকে ফোন করছি। যদি তিনি আমায় ৫০ লক্ষ টাকা না দেন, তাহলে আমি তাহলে ওঁকে মেরে ফেলব। এরপর ওই কলারের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। জবাবে সে জানিয়েছিল যে, সেটা বিষয় নয়। যদি উল্লেখ করারই থাকে, তাহলে আপনারা আমার নাম লিখতে পারেন ‘হিন্দুস্তানি’।”
advertisement
6/8
এরপর তড়িঘড়ি পদক্ষেপ গ্রহণ করে মুম্বই পুলিশ। শাহরুখ খানকে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগে মুম্বইয়ের বান্দ্রা থানায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মুম্বই পুলিশ। u/s 308(4), 351(3)(4) BNS-এর অধীনে অপরাধ নথিভুক্ত করা হয়েছে।
advertisement
7/8
যদিও প্রাণনাশের হুমকি নিয়ে বলিউড বাদশার কোনও রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও ‘পাঠান’ এবং ‘জওয়ান’ ছবির সাফল্যের পরে গত বছর থেকেই প্রাণনাশের হুমকি পাচ্ছেন অভিনেতা। গত বছরই জানা গিয়েছিল, ক্রমাগত প্রাণনাশের হুমকি পাচ্ছেন শাহরুখ। সেই কারণে তাঁর নিরাপত্তাও জোরদার করা হয়েছিল। ওয়াই+ নিরাপত্তা পেয়েছিলেন তিনি। ফলে হামেশাই শাহরুখকে তাঁর নিরাপত্তা দলের সদস্যদের সঙ্গে দেখা যায়।
advertisement
8/8
প্রসঙ্গত ‘কিং’ ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ খান। সুজয় ঘোষের পরিচালনায় তৈরি এই ছবিটি অ্যাকশন থ্রিলার হতে চলেছে। যেখানে দেখা যাবে কিং খানের কন্যা সুহানা খানকেও। সেই সঙ্গে অভিষেক বচ্চন এবং অভয় ভার্মাও এই ছবিতে অভিনয় করতে চলেছেন।