Shah Rukh Khan: শাহরুখ খানের গালে ঠাস করে চড় মারলেন মহিলা! যাঁকে দেখে হৃদস্পন্দন বাড়ে-কমে তাঁকেই থাপ্পড়? কী কাণ্ড জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan: কোটি কোটি মহিলার হৃদয়ের স্পন্দন বাড়ে-কমে তাঁকে এক ঝলক দেখলে। আর সেই শাহরুখ খানকেই নাকি চড় কষালেন মহিলা?
advertisement
1/8

বলিউড বাদশা, রোম্যান্সিং কিং, শাহরুখ কিং খান। কোটি কোটি মহিলার হৃদয়ের স্পন্দন বাড়ে-কমে তাঁকে এক ঝলক দেখলে। আর সেই শাহরুখ খানকেই নাকি চড় কষালেন মহিলা?
advertisement
2/8
কিন্তু এটা কোনও গসিপ নয়। কারণ খোদ শাহরুখ খান এই কথা মেনে নিয়েছিলেন। এমনকি তিনি নিজেই এটা সকলের সঙ্গে শেয়ার করে নেন। তবে কী এমন হল যার জন্য এক মহিলা শাহরুখ খানকে চড় মেরেছিলেন?
advertisement
3/8
‘জিরো’ ছবির প্রচারের সময় শাহরুখ খান এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন সম্পূর্ণ ঘটনা। এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিলেন, “আপনি প্রথম দিল্লি থেকে কীভাবে মুম্বইতে এসেছিলেন?” উত্তর শাহরুখ খান জানান ট্রেনে।
advertisement
4/8
তবে কেন চড় খেতে হয়েছিল জানেন? কী এমন করলেন শাহরুখ, যে এক মহিলা রাগে তাঁর গালে চড় বসিয়ে দিলেন? ঘটনাটি ঘটেছিল শাহরুখ খানের প্রথম মুম্বই যাত্রার সময়। দিল্লি থেকে মুম্বই যাওয়ার ট্রেনে উঠেছিলেন তিনি। যথারীতি টিকিট কেটে নিজের নির্দিষ্ট সিটে বসেছিলেন।
advertisement
5/8
ট্রিপের সময় কেউ সাময়িকভাবে বসতে চাইলে শাহরুখ অনুমতি দিতেন, তবে নিজের আসন নিয়ে ছিলেন যথেষ্ট সচেতন। সমস্যা শুরু হয় ট্রেন যখন মুম্বইতে প্রবেশ করে। তখনই বেশ কয়েকজন যাত্রী এসে শাহরুখের আসনে বসতে চান। তাঁদের নম্রভাবে ফিরিয়ে দেন তিনি, কারণ তিনি নিজের সিটে বসেছিলেন। কিন্তু বিপত্তি বাঁধে যখন এক মহিলা সেই আসনে বসতে চান।
advertisement
6/8
প্রথমে সৌজন্যবশত শাহরুখ তাঁকে বসতে দেন। কিন্তু যখন মহিলার সঙ্গীও বসার চেষ্টা করেন, তখন তিনি আপত্তি জানান। শাহরুখ স্পষ্ট জানান যে এটি তাঁর বুকিং করা সিট এবং তিনি সেটির জন্য টাকা দিয়েছেন।
advertisement
7/8
ঠিক তখনই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। কোনও কিছু বুঝে ওঠার আগেই সেই মহিলা শাহরুখ খানের গালে সপাটে চড় মেরে দেন! কিং খান হতবাক হয়ে যান। পরে তাঁকে বোঝানো হয়, ট্রেনটি যখন মুম্বইতে ঢোকে, তখন সেটি লোকাল ট্রেনে পরিণত হয়। সেই মুহূর্ত থেকে কোনও আসনই বুকিং করা থাকে না। ফাঁকা থাকলে যে কেউ বসতে পারেন।
advertisement
8/8
এই ঘটনার পর নিজের ভুল বুঝতে পারেন শাহরুখ। পরে তিনি নিজেই এই ঘটনা মজার ছলে শেয়ার করেছিলেন।